- Home
- Entertainment
- Bollywood
- হাসপাতাল থেকে বার করা হল মরদেহ, কিংবদন্তি সুপারস্টারকে চিরবিদায়ে বাড়িতে উপচে পড়া ভিড়
হাসপাতাল থেকে বার করা হল মরদেহ, কিংবদন্তি সুপারস্টারকে চিরবিদায়ে বাড়িতে উপচে পড়া ভিড়
সকল চেষ্টা ব্যর্থ করে বুধবার সকাল আটটা নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রবীণ অভিনেতা দিলীপ কুমার। চোখের জলে ভাসছে এদিন গোটা সিনে জগত। দীর্ঘ দিন বিটাউনে তাঁর যে অবদান, তা ইতিহাস হয়েই থাকবে। এক কথায় বলতে গেলে দিলীপ কুমার ভারতীয় চলচ্চিত্র জগতের ইতিহাসে এক অধ্যায়।

প্রবীণ অভিনেতার প্রয়াণের খবর সামনে আসা মাত্রই তা ছড়িয়ে পড়ে সর্বত্র। একে একে ভিড় জমতে থাকে দিলীপ কুমারের বাড়ির সামেন।
এদিন সকালে অনুপম খেরকে দেখা যায় দিলীপ কুমারের বাড়ির সামনে। পরিবারের সঙ্গে দেখা করতে উপস্থিত হন তিনি।
ফ্রেমবন্দি হন সাবানা আজমিও। তাঁকেও এদিন গাড়ি থেকে দিলীপ কুমারের বাড়িতে নামতে দেখা যায়।
বিদ্যা বালান তাঁর স্বামী সিদ্ধার্থের সঙ্গে এদিন উপস্থিত হন দিলীপ কুমারের বাড়িতে।
এছাড়াও অসংখ্য ভক্তের ভিড় দেখা যায় এদিন দিলীপ কুমারের বাড়ির সামনে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে ভিড়।
বেলা সাড়ে এগারোটা নাগাদ হাসপাতাল থেকে মরদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়।
সেখানেই ভিড় জমে যায় শেষ যাত্রায় সঙ্গ দেওয়ার জন্য।
হাসপাতাল লনেই পরিবার, বন্ধুবর্গের উপচে পড়া ভিড় নজরে আসে।
এরপর মরদেহ বাড়ির উদ্দেশে রওনা হয়। বর্তমানে সেখানেই রাখা আছে মরদেহ।
বুধবার বিকেল চারটে নাগাদই শেষ কৃত্য সম্পন্ন।
বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।