ফাটা অন্তর্বাসেই বিছানায় উষ্ণতা, অভিনয়কেও ছাপিয়ে গেছে দিশার 'হট মুভস'
- FB
- TW
- Linkdin
একের পর এক ফটোশ্যুট, ম্যাগাজিনে রীতিমতো ঝড় তুলেছেন তিনি। কয়েকদিন আগেও ম্যাগাজিনের একটি ফটোশ্যুটে ঝড় তুলেছিলেন তিনি। যা নিয়ে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছিল সোশ্যাল মিডিয়ায়।
দিশার হট মুভসে কাত হাজারো পুরুষ। তার ছিপছিপে মেদহীন চেহারাতে হাজারো আলোর ঝলকানির মধ্যে এই হট পোজই আবার ট্রোলের কারণ হয়ে দাড়িয়েছে।
অন্তর্বাস সংস্থার সঙ্গে মডেল হিসেবে চুক্তিবদ্ধ হয়েছিলেন দিশা। তারপর থেকেই একাধিক বিকিনি লুকে ছবিতে নেটদুনিয়া কাঁপাচ্ছিলেন তিনি।
বেশ কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় হট পোজে অন্তর্বাসের ছবি দিয়ে ট্রোলের মুখে পড়েছিলেন দিশা। অন্তর্বাসের ডিজাইন দেখে অনেকেই ছেঁড়া বলে কটাক্ষ করেছিলেন।
শুধু বিকিনি নয়, পোশাক বিতর্কেও নাম জড়িয়েছে দিশার। করোনা আতঙ্কের মধ্যে যখন সারা বিশ্ব যখন আতঙ্কে রয়েছে তখন কীভাবে সেলিব্রিটিরা এই ধরনের পোশাক পরে পার্টি করতে পারেন। তা নিয়ে নেটিজেনদের তোপের মুখে পড়েছিলেন দিশা।
অভিনয়টা এবার শিখুন, শরীর তো অনেক দেখালেন। শরীর দেখিয়ে অভিনয় আর কতদিন চলবে, এবার তো একঘেয়েমি চলে এসেছে। এই ধরণের অশ্লীল মন্তব্যে ভরে গেছিল তার সোশ্যাল মিডিয়া।
হাজারো বিতর্ক থাকলেও তার টোনড চেহারা বুদ নেটিজেনরা। কখনও বিছানায় , আবার কখনও সুইমিংপুলে দিশার হট ফিগারেই মগ্ন ভক্তরা।
নিজের অভিনয়ে নয় বরং বিজ্ঞাপনের হট ফোটোশ্যুটেই সকলের নজরে রয়েছেন দিশা পাটানি।
মডেলিং দিয়ে কেরিয়ার শুরু করার কথা তিনি যেন বারেবারে সকলকে মনে করিয়ে দিচ্ছেন।
২০১৫ সালে ক্যাডবেরির বিজ্ঞাপনে সকলের নজর কেড়েছিলেন দিশা। এরপর বিজ্ঞাপনে দিশার ঝড় উঠেছিল। মোবাইল সংস্থার বিজ্ঞাপনেও পরিচিত মুখ ছিলেন দিশা।
এমএস ধোনির বায়োপিক দিয়ে বলি কেরিয়ার শুরু করে একে একে বাগি ২, মালাং, বাগি ৩-এর মতো ছবিতে তাকে দেখা গেছে। আপাতত 'রাধে ' নিয়ে ব্যস্ত রয়েছেন অভিনেত্রী। সলমন খানের বিপরীতে খুব শীঘ্রই দেখা যাবে দিশাকে।