- Home
- Entertainment
- Bollywood
- ছোট বয়সেই ভার্জিনিটি লস, সঙ্গম যেন জলভাত, প্রকাশ্যে কষিয়ে থাপ্পড় কেন খেয়েছিলেন রণবীর
ছোট বয়সেই ভার্জিনিটি লস, সঙ্গম যেন জলভাত, প্রকাশ্যে কষিয়ে থাপ্পড় কেন খেয়েছিলেন রণবীর
- FB
- TW
- Linkdin
কাপুর পরিবারের চকোলেট বয় রণবীর কাপুর ছোট থেকেই একটু বেশি অ্যাডভান্স। বান্ধবীর সংখ্যা যেমন বিশাল, তেমন সঙ্গম যেন জলভাত।
ছোট বয়সেই একবার বাবা ঋষি কাপুরের রোষের মুখে পড়েছিলেন রণবীর। এবং যার ফলস্বরূপ সকলের সামনে প্রকাশ্যে সপাটে থাপ্পড় মেরেছিলেন রণবীরকে।
একটুতেই মেজাজ হারিয়ে ফেলেন বলিউডের বর্ষীয়ান অভিনেতা ঋষি কাপুর। এবার বাবাকে নিয়ে মুখ খুললেন বলি অভিনেতা রণবীর কাপুর।
বলি অভিনেতা রণবীর কাপুর জানিয়েছেন, বয়স তখন ১২ বছর। ওই ছোট বয়সেই একবার বাবা ঋষি কাপুরের রোষের মুখে পড়েছিলেন তিনি।
বাড়িতে পুজো চলাকালীন জুতো পড়েই পুজোর মন্ডপে হাজির হয়েছিলেন তিনি। যা দেখেই বেজায় চটেছিলেন ঋষি কাপুর।
আড়ালে গিয়ে নয়, বরং সকলের সামনে প্রকাশ্য সপাটে থাপ্পড় মেরেছিলেন রণবীরকে। যদিও রণবীর অজান্তেই পুজোর ঘরে ঢুকে পড়েছিলেন।
কিছুদিন আগেই করোনায় আক্রান্ত হয়েছিলেন রণবীর কাপুর। তিনি সেরে উঠতে না উঠতেই কোভিড-১৯-এ আক্রান্ত হয়েছিলেন আলিয়া ভাট।
করোনা নেগেটিভ হতেই বিমানবন্দরে দেখা গিয়েছিল লাভবার্ডসকে। কোয়ালিটি টাইম কাটাতে মলদ্বীপে উড়ে গেছিলেন রণবীর-আলিয়া। বিমানবন্দরের ছবিও ভাইরাল হয়েছিল অন্তর্জালে।
বলিউডের লাভবার্ডস আলিয়া ভাট এবং রণবীর কাপুরকবে তারা গাটছড়া বাঁধবেন এই প্রশ্নই এখন বলিমহলের আনাচে কানাচে ঘুরে বেড়াচ্ছে। বহুদিন ধরেই এই অপেক্ষায় রয়েছে বি-টাউন।
রণবীর-আলিয়া অভিনীত ছবি 'ব্রহ্মাস্ত্র' ছবি মুক্তির দিনও করোনার জন্য বারবার পিছিয়ে যাচ্ছে। ফের ছবি মুক্তি নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।