- Home
- Entertainment
- Bollywood
- জেঠালাল, দয়া একদিনের শ্যুটে কত আয় করেন, তারক মেহতা কা উল্টা চশমার পেমেন্টের তালিকা
জেঠালাল, দয়া একদিনের শ্যুটে কত আয় করেন, তারক মেহতা কা উল্টা চশমার পেমেন্টের তালিকা
- FB
- TW
- Linkdin
দিলীপ যোশী, জেঠালাল- এই চরিত্রে অভিনয় করার জন্য প্রতিটা দিন শ্যুটের জন্য দিলীপ চার্জ করে থাকেন ৫০ হাজার টাকা।
দিশা ভাকানি, দয়া- এই ধারাবাহিকের এক অন্যতম চরিত্র হল দয়া। দয়া একদিনের শ্যুটিং পিছু নিয়ে থাকেন ৪০ হাজার টাকা। আর মাসে ২৪ দিন ইনি শ্যুট করেন।
মান্দর চান্দওয়ারকার, আত্মারাম- প্রতিদিন শ্যুটের জন্য ইনি নিয়ে থাকেন ৩০ হাজার টাকা। ২০ থেকে ২১ দিন তিনি শ্যুট করে থাকেন।
শৈলেশ লোধা, তারক মেহতা- তারক মেহতা হলেন অন্যতম মূল চরিত্র এই ধারাবাহিকের। এই চরিত্রে অভিনয়ের জন্য শৈলেশর নিয়ে থাকেন ৩২ হাজার টাকা দিনপিছু।
নেহা মেহেতা, অঞ্জলি- ইনি শ্যুট করেন মাসের মধ্যে ১৫ দিন। আর দিন পিছু নিয়ে থাকেন ২৫ হাজার টাকা।
মুনমুন দত্ত, ববিতা- মাসের মধ্যে ইনি শ্যুট করে থাকেন ১৬-১৭ দিন। আর দিন পিছু পারিশ্রমিক নিয়ে থাকেন ৩০ হাজার টাকা।
অমিত ভাট, চম্পক চাচাজি- মাসের মধ্যে ইনি শ্যুট করেন ২১ দিন। আর একদিনের শ্যুটের জন্য ইনি নিয়ে থাকেন ৩৫ হাজার টাকা।