- Home
- Entertainment
- Bollywood
- তারকাদের গোপন প্রেম, কোন স্টারকে প্রথম দেখাতেই মন দিয়েছিলেন এই সেলিব্রিটিরা
তারকাদের গোপন প্রেম, কোন স্টারকে প্রথম দেখাতেই মন দিয়েছিলেন এই সেলিব্রিটিরা
- FB
- TW
- Linkdin
রণবীর কাপুর ছোট থেকেই মাধুরী দীক্ষিতের প্রেমে হাবুডুবু খাচ্ছেন। তিনি তা প্রকাশ্যেই জানিয়েছিলেন এর সাংবাদিক বৈঠকে।
আলিয়া ভাট রণবীরকেই পছন্দ করতেন। কিন্তু ছোট থেকে তাঁর স্বপ্নের রাজকুমার ছিলেন হৃত্বিক রোশন। যাঁকে দেখে মুগ্ধ হতেন তিনি।
কিয়ারার মতে তাঁর ছোট থেকেই একজনকেই ভালো লাগত। তিনি হলেন টাইগার শ্রফ। এমনও তিনি চান টাইগারের সঙ্গে কাজ করতে।
টাইগার শ্রফ বাঘি ৩ ছবি রিলিজের সময়ই জানিয়েছিলেন, তিনি ছোট থেকেই পচ্ছন্দ করতেন শ্রদ্ধাকে। কিন্তু তিনি তা কখনই জানাননি।
শ্রদ্ধা কাপুর মনে প্রাণে একজনকেই ভালোবেসেছেন ছোট থেকে। তিনি হলেন হৃত্বিক রোশন। তাঁর হৃত্বিকের প্রতি এই অনুভুতির কথা সকলেরই জানা।
সারা আলি খান কার্তিককে দেখা মাত্রই মন দিয়েছিলেনব। তাঁরা ডটিংও শুরু করেছিলেন। কিন্তু তা বেশিদিন স্থায়ী হয়নি।
কার্তিক আরিয়ানের মনে আবার অন্য কারুর বাস। তিনি জানিয়েছিলেন, পর্দায় দেখা মাত্রই তিনি করিনা কাপুরকে মন দিয়েছিলেন।
বরুণ ধাওয়ান দিশা পাটানিকে প্রথম থেকেই পছন্দ করতেন। বলিউডেতাঁর ড্রিম কুইন হলেন দিশা।
অনন্যা পান্ডে চায় কার্তিক আরিয়নকে ডেট করতে। কার্তিককে কাছ থেকে দেখে এমনটাই জানিয়েছেন তিনি।