- Home
- Entertainment
- Bollywood
- ৩৪-শে পা ভিকির, 'হ্যান্ডসাম হাঙ্ক'-এর তকমা পেতে কতটা কসরত করতে হয়েছিল ক্যাটের স্বামীকে
৩৪-শে পা ভিকির, 'হ্যান্ডসাম হাঙ্ক'-এর তকমা পেতে কতটা কসরত করতে হয়েছিল ক্যাটের স্বামীকে
- FB
- TW
- Linkdin
বলিউডের হ্যান্ডসাম হাঙ্ক ভিকি কৌশল ৩৪-শে পা দিলেন। ঘড়ির কাটা ১২ টা পেরোতেই শুভেচ্ছায় ভরে গিয়েছে সোশ্যাল মিডিয়ার পাতা। ছোটবেলা থেকে বলি ইন্ডাস্ট্রির সঙ্গে যোগ ছিল ভিকি কৌশলের। তার পরেই বি-টাউনে নিজের জায়গা বানাতে যথেষ্ঠ পরিমাণে কসরত করতে হয়েছে ভিকিকে।
ভিকি কৌশলের বাবা শ্যাম কৌশল হলেন প্রবীণ অ্যাকশন ডিরেক্টর। সিনেমার প্রতি কোনও ঝোঁকই ছিল ভিকির। বাড়িতেই ফিল্মি পরিবেশ তেমন ছিল না। তাই অভিনেতা হওয়ারও স্বপ্ন ছিল না ভিকির। তবে এখন প্রথমসারিতে দাঁপিয়ে বেড়াচ্ছেন ভিকি কৌশল।
ভিকি কৌশল টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ার হিসেবে চাকরি পেয়েছিলেন কিন্তু সেই চাকরি তিনি করেননি। কারণ ৯-৫ টার চাকরি করা তার পক্ষে সম্ভব ছিল না, পাশাপাশি অভিনেতা হওয়ার প্রবল ইচ্ছে ছিল ভিকির মনে। এবং সেই কারণে চাকরির চিঠি পেয়ে সেই চিঠি ছিড়ে ফেলেছিলেন ভিকি কৌশল।
'মাসান' ছবি দিয়ে বলিউডে ডেবিউ করার আগে অনুরাগ কাশ্যপের সঙ্গে 'গ্যাংস অফ ওয়াসিপুর' ছবিতে সহকারি পরিচালক হিসেবে কাজ করেছিলেন ভিকি কৌশল। ভিকি সাক্ষাৎকারে জানিয়েছিলেন, 'অনুরাগ স্যারের সঙ্গে কাজ করা সবসময়ই স্বপ্ন ছিল। তিনিই সেই ব্যক্তি যার সাথে আমি আমার কেরিয়ারের যাত্রা শুরু করেছিলাম। ফিল্ম মেকিং সম্পর্কে আমার যতটুকু ধারণা আছে তা হল 'গ্যাংস'-এর সহকারি পরিচালক হিসেবে কাজ করার কারণে।'
তারপরই 'মাসান' দিয়ে বলিউডে আত্মপ্রকাশ করেছিলেন ভিকি কৌশল। এবং 'সঞ্জু' এবং 'রাজি'-এর মতো চলচ্চিত্র দিয়ে সাফল্যের শীর্ষে পৌঁছেছেন অভিনেতা। ভিকি কৌশল সর্বশেষ মুক্তিপ্রাপ্ত 'রাজি'-তে অভিনয় করে সাফল্যের চূড়ায় পৌঁছে গেছেন । ছবিতে ইকবালের ভূমিকায় ফাটিয়ে অভিনয় করেছেন ভিকি। আলিয়া বিপরীতে ভিকির এই অভিনয় আজও দর্শকমনে গাঁথা।
খুব অল্প সময়ের মধ্যে বলিউড অভিনেতা ভিকি কৌশল সকলের হৃদয় জয় করে নিয়েছেন এবং কম দিনের মধ্যেই দুর্দান্ত সাফল্য অর্জন করেছেন। তিনি শুধুমাত্র তার অভিনয় দক্ষতার মাধ্যমে দর্শকদের মুগ্ধ করেননি, মেগাস্টার অমিতাভ বচ্চনের প্রশংসাও পেয়েছেন। সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ছবি 'মনমারজিয়াঁ'-তে কাজের জন্য বিগ বি-এর কাছ থেকে প্রশংসার চিঠি পেয়েছিলেন ভিকি কৌশল।
একটি সাক্ষাৎাকারে ভিকি জানিয়েছিলেন, এটা একটা স্বপ্নের মতো। কখনও কখনও আমার মনে হয় ভগবান আমার উপর দয়া করেছেন। ২০০৯ সাল থেকে জার্নি শুরু। অভিনয়ের জন্য একটি কোর্সও করেছিলাম আমি। সেই সঙ্গে থিয়েটারেও অভিনয় করতাম।
ভিকি আরও জানান, ফিল্মি পরিবারে বড় হলেও বলিউডে নিজের জায়গা করা অতটাই সহজ ছিল না। বি-টাউনে অডিশন দিতে দিতেই বিজ্ঞাপন , শর্ট ফিল্মে কাজ শুরু করি। তখন মনে হতো যে লক্ষ্যে পৌঁছানে খুব কঠিন। কিন্তু সেদিন মায়ের একটি উপদেশ খুব কাজে লেগেছিল।
ভিকি জানান, একটা সময় খুব খারাপ ছিল, যখন আমি হতাশ হয়ে পড়েছিলাম। মায়ের সঙ্গে লাঞ্চ করতে বসে যখন মাকে বলেছিলাম, আমি বুঝতে পারছি না কি করে এইসব করা সম্ভব হবে, তখন মা আমায় বলেছিল এটা হোক না হোক এটা তোমার দায়িত্ব। সবার আগে নিজের উপর বিশ্বাস রাখতে হবে যে এটা হবেই। সেই থেকেই আমার জীবন পুরো বদলে গেছে।
ভিকি জানান, একটা সময় খুব খারাপ ছিল, যখন আমি হতাশ হয়ে পড়েছিলাম। মায়ের সঙ্গে লাঞ্চ করতে বসে যখন মাকে বলেছিলাম, আমি বুঝতে পারছি না কি করে এইসব করা সম্ভব হবে, তখন মা আমায় বলেছিল এটা হোক না হোক এটা তোমার দায়িত্ব। সবার আগে নিজের উপর বিশ্বাস রাখতে হবে যে এটা হবেই। সেই থেকেই আমার জীবন পুরো বদলে গেছে।