শাহরুখ-কাজলের ছেলে 'কৃষ' এখন অ্যাংরি ইয়ং ম্যান, চেনার সুযোগ নেই সেই শিশুশিল্পীকে
First Published Dec 6, 2020, 10:06 PM IST
বলিউডের একাধিক শিশুশিল্পী পরবর্তীকালে প্রাপ্ত বয়সে এসে বিনোদন জগতে কিংবা ফ্যাশন ইন্ডাস্ট্রিতে কাজ করে জনপ্রিয়তা অর্জন করেছেন। তা সে হানসিকা মোতওয়ানি হোক, আফতাব শিবদাসানি, উর্মিলা মাতোঙ্কার বা শ্বেতা বসু প্রসাদ, হৃত্বিক রোশন। হৃত্বিক ছেলেবেলায় ছবিতে অভিনয়র পর 'কাহো না প্যায়ার হ্যয়' ছবির হাত ধরে হয়ে উঠেছিলেন নেশন ক্রাশ। এবার বোধহয় সেই জায়গা নিয়ে বসলেন তাঁরই ছবির এক শিশুশিল্পী।
Today's Poll
একসঙ্গে কতজন প্লেয়ারের সঙ্গে খেলতে পছন্দ করেন