- Home
- Entertainment
- Bollywood
- শাহরুখ-কাজলের ছেলে 'কৃষ' এখন অ্যাংরি ইয়ং ম্যান, চেনার সুযোগ নেই সেই শিশুশিল্পীকে
শাহরুখ-কাজলের ছেলে 'কৃষ' এখন অ্যাংরি ইয়ং ম্যান, চেনার সুযোগ নেই সেই শিশুশিল্পীকে
- FB
- TW
- Linkdin
সে অবশ্য এখন আর শিশু নেই। রীতিমত অ্যাংরি ইয়ং ম্যান লুক নিয়ে সোশ্যাল মিডিয়া কাঁপাচ্ছেন জিবরান খান।
'কভি খুশি কভি গম' ছবিতে জিবরান ছিলেন কাজ এবং শাহরুখ খানের ছেলে কৃষের ভূমিকায় অভিনয় করেছিলেন।
জিবরানের বয়স এখন ২৭ বছর। তাঁর ছবিগুলিতে নজর পড়লে হটনেস রিডিফাইনড বললে ভুল হবে না।
ছেলেবেলায় শিশুশিল্পী হিসেবে বহু ছবিতেই কাজ করেছেন জিবরান। তার মধ্যে 'রিশতে', 'কিঁউ কি ম্যয় ঝুট নাহি বোলতা' অন্যতম।
তবে করণ জোহারের 'কভি খুশি কভি গম'-র হাত ধরে জনপ্রিয়তা পেয়েছিলেন বিপুল।
কৃষ হিসেবে তাঁকে চিনেছিল অসংখ্য বিনোদনপ্রেমী। এখন সেই মিষ্টতা হারিয়েছে চেহারা থেকে।
রিপড চেহারা, অ্যাবস, বাইসেপস, ট্রাইসেপস, সব মিলিয়ে যেন সেই জিবরান এবং এখনকার জিবরানের মধ্যে কোনও মিলই নেই।
তবে চোখের চাউনি এখনও এক রয়েছে বলেই দাবি ভক্তদের। জিবরানের ভক্তসংখ্যা মোটেই কম নয়। ভেরিফায়েড ইনস্টাগ্রামে প্রোফাইলে দু-লাখের কাছাকাঠি ফোলোয়ারস রয়েছে তাঁর।