- Home
- Entertainment
- Bollywood
- অজয় ও যুগকে ছেড়ে মেয়েকে নিয়ে পাড়ি দিলেন সিঙ্গাপুর, কোভিড পরিস্থিতির মাঝে কেন এই সিদ্ধান্ত কাজলের
অজয় ও যুগকে ছেড়ে মেয়েকে নিয়ে পাড়ি দিলেন সিঙ্গাপুর, কোভিড পরিস্থিতির মাঝে কেন এই সিদ্ধান্ত কাজলের
চলছে প্যানডেমিক। লকডাউন বিষয়টি কমে গেলেও করোনা ভাইরাস সংক্রমিত হয়েই চলেছে। কোভিড থেকে যে নিস্তার পাওয়ার কোনও আশা অন্তত এই বছর দেখছে না বিশ্ববাসী। অন্তত ভারতে তো নয়ই। মার্চ মাস থেকে সেপ্টেম্বর চলে এস। পরিস্থিতি প্রায় একই রকম রয়েছে বললেভুল বলা হবে। মানুষজন আগের চেয়ে ঢের বেশি সংখ্যায় বাইরে বেরোচ্ছে। দোকান পত্রও খুলে গিয়েছে। স্কুল, কলেজ খোলার বিষয় এখনও কোনও সিদ্ধান্ত চূড়ান্ত না করা হলেই অনলাইন পড়াশোনা এবং পরীক্ষা নেওয়া চলছে।

এরই মাঝে মেয়ে নাইসা নিয়ে দেশ ছাড়লেন বলিউড নায়িকা কাজল। উড়ে গেলেন সিঙ্গাপুর শহরে।
এখানে বর অজয় দেবগণ এবং যুগকে ছেড়েই সিঙ্গাপুর পাড়ি দিলেন কাজল। প্যানডেমিকের মধ্যে হঠাৎ এমন সিদ্ধান্ত কেন।
এখানে বর অজয় দেবগণ এবং যুগকে ছেড়েই সিঙ্গাপুর পাড়ি দিলেন কাজল। প্যানডেমিকের মধ্যে হঠাৎ এমন সিদ্ধান্ত কেন।
নাইসা সিঙ্গাপুরে পড়াশোনা করেন। লকডাউন, কোভিডের পরিস্থিতিতে দেশে আটকে গিয়েছিল নাইসা।
যার জেরে পড়াশোনার ক্ষতি হয়েছে তার। তাই কাজল সিদ্ধান্ত নেন মেয়েকে নিয়ে সিঙ্গাপুরে গিয়ে থাকবেন।
কয়েক মাসেরজন্য মেয়ের সঙ্গে সিঙ্গাপুরে সেটল করবেন কাজল। বিদেশি শহরে মেয়েকে একা ছাড়তে রাজি নন কাজল এবং অজয়।
২০১৮ সালে অজয় এবং কাজল সিঙ্গাপুরেই একটি বাড়ি কেনেন যাতে নাইসার সেখানে থেকে পড়াশোনা করতে কোনও সমস্যা না হয়।
যতদিন নাইসার সঙ্গে কাজল সিঙ্গাপুরে থাকবেন ততদিন অজয় তাঁদের ছেলে যুগের খেয়াল রাখবেন। সঙ্গে সামলাবেন নিজের কাজও।
বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।