করোনায় জয়ী হয়ে প্লাজমা দান, অভিনব সিদ্ধান্ত কণিকার
- FB
- TW
- Linkdin
করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন বলি গায়িকা কণিকা কাপুর। আপাতত করোনা থেকে মুক্তি পেয়ে তিনি সুস্থ রয়েছেন।
সুস্থ হবার পরও একাধিকবার বিতর্কে নাম জড়িয়েছে গায়িকার। কখনও পুলিশ স্টেশনে তো কখনও আবার সোশ্যাল মিডিয়ায় নিজের ক্ষোভ উগরে দিয়েছেন বেবি ডল।
এদিকে করোনায় আক্রান্ত হওয়ার পর কণিকার বাড়িতে পৌঁছায় পুলিশ।
মারণ ব্যাধি ছড়ানোর অভিযোগে তার নামে অভিযোগ দায়ের করা হয়েছে। সেই অভিযোগের ভিত্তিতে কণিকার বয়ান নথিভুক্ত করার জন্য তাকে থানায় যেতে বলা হয়েছে।
বর্তমানে লখনউয়ের বাড়িতেই রয়েছেন বলি গায়িকা। হাসপাতাল থেকে ছাড়া পেয়ে নিজেকে ২১ দিনের হোম আইসোলেশনে রেখেছেন এই বলি গায়িকা।
করোনার এই মহামারী থেকে বেরিয়ে এবার অভিনব উদ্যোগ নিলেন কণিকা কাপুর। করোনার চিকিৎসার জন্য প্লাজমা দান করতে চান এই বলি অভিনেত্রী।
করোনার এই ইচ্ছা প্রকাশ করার পরই কিং জর্জ কলেজের চিকিৎসকের একটি টিম কণিকার নমুনা সংগ্রহ করেছেন। তবে এখনও পর্যন্ত কিছুই ঠিক হয়নি।
এখন বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষা বাকি রয়েছে। কণিকা প্লাজমা ডোনেট করার উপযুক্ত কিনা তা আগে পরীক্ষা করে দেখা হবে। যদি সমস্ত কিছু ঠিক থাকে তাহলেই তিনি এই প্লাজমা ডোনেট করতে পারবেন।
চিকিৎসকদের উপরই পুরোটাই নির্ভর করছে। চিকিৎসকদের অনুমতি পেলেই কণিকা প্লাজমা ডোনেট করবেন।
কণিকা নিজেই যেহেতু এই মারণ রোগের শিকার তাই তার নমুনা সংগ্রহ আর বিশেষ ভাবে করা হবে।
উল্লেখ্য, কণিকার আগেও প্রযোজক করিম মোরানি ও তার মেয়ে জোয়া মোরানি ও সাজা মোরানিও করোনায় আক্রান্তদের চিকিৎসায় প্লাজমা দিয়ে সাহায্য করতে চেয়েছিলেন। তারাও করোনায় আক্রান্ত হয়েছিলেন কিন্তু বর্তমানে সকলেই সুস্থ রয়েছেন।