- Home
- Entertainment
- Bollywood
- একেই বলে বৃহস্পতি তুঙ্গে, একের পর এক সুখবরের বন্যা বইছে করিনা পরিবারে, এবার কোন নতুন চমক
একেই বলে বৃহস্পতি তুঙ্গে, একের পর এক সুখবরের বন্যা বইছে করিনা পরিবারে, এবার কোন নতুন চমক
একের পর এক সুখবর শেয়ার করে চলেছেন করিনা কাপুর। ২০২০ সালেই নতুন ছবির শ্যুটিং-এ ছিলেন ব্যস্ত। তারই মাঝে খবর দিয়েছিলেন তিনি অন্তঃসত্ত্বা। এরপর বছর ঘুরতেই কোল আলো করে এলো সন্তান। তার কয়েকদিনের মধ্যেই আবারও খুশির খবর করিনার পরিবারে।

হাতে একের পর এক ছবির প্রস্তাব। গুড নিউজ ছবি মুক্তি থেকেই যেন গুড নিউজের ঝড় তুলেছেন তিনি।
সেই ছবি ছিল সুপারহিট। তারপর আমিরের সঙ্গে লাল সিং চাড্ডার শ্যুটিং শুরু করা। সেই সেট থেকেও ভাইরাল বেবো।
কয়েকমাস যেতে না যেতেই তিনি সুখবর শোনালেন, আবারও মা হতে চলেছেন। যার ফলে খুশির জোয়ার বইতে থাকে ভক্তমহলে।
এরই কয়েকদিনের মধ্যে ভাইরাল হয়ে ওঠে আরও এক খবর, নতুন বাড়িতে প্রবেশ করতে চলেছেন সইফিনা।
এরপর কোল আলো করে এলো নতুন অতিথি। দ্বিতীয় সন্তানের মা হলেন করিনা কাপুর। খুশির জোয়ার নেট পাড়ায়।
এবার পালা নতুন গাড়ির। সদ্য করিনা কাপুরকে দেখা গেল সইফের সঙ্গে বাড়ির বাইরে আসতে।
গেটের সামনে রাখা ছিল বড় এক এসইউভি। তারই টেস্ট ড্রাইভ করলেন করিনা কাপুর ও সইফ।
বেশ কিছুক্ষণ গাড়ি চালিয়ে আবার তাঁরা বাডড়িতে প্রবেশ করলেন, যার ফলে বলাই চলে, কয়েকদিনের মধ্যে বাড়ি আসতে চলেছে এই অতিথি।
মুহূর্তে সেই ছবি ও ভিডিও ভাইরাল হয়ে ওঠে নেট দুনিয়ায়। যা দেখে চোখ কপালে ভক্ত মহলের। একেই বলে গোল্ডেন টাইম।
ফলে বোঝাই যায়, এখন করিনার পরিবারে খুশির জোয়ার। একের পর এক সুখবরে ভাসছে এখন এই সেলেব জুটি।
বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।