- Home
- Entertainment
- Bollywood
- করিনার বেবিবাম্পে সমস্যা পড়েছেন আমির, ছবিতে কীভাবে কমবে পেটের সাইজ, জোর পরিকল্পনা
করিনার বেবিবাম্পে সমস্যা পড়েছেন আমির, ছবিতে কীভাবে কমবে পেটের সাইজ, জোর পরিকল্পনা
লাল সিং চাড্ডা ছবির শ্যুট নিয়েই ব্যাস্ত ছিলেন করিনা। এরই মাঝে লকডাউন। হঠাৎ এরই মাঝে দ্বিতীয় সন্তান নেওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেন সইফ-করিনা, যা বিপদ ডেকে আনে লাল সিং চাড্ডা ছবির শ্যুটের সেটে।

লাল সিং চাড্ডা ছবির শ্যুট নিয়েই এখন ব্যস্ত করেছেন আমির খান। ২০১৯ থেকেই ভক্তদের মনে ঝড় তুলে ভাইরাল হয়েছিল এই ছবির পোস্টার।
আবারও একই ফ্রেমে আমির খানও করিনা কাপুর। তাঁদের একসঙ্গে দেখা গিয়ে থ্রিইডিয়টস ছবিতে। এরপর আর দেখা যায়নি এই জুটি।
ফলে লাল সিং চাড্ডা নিয়ে সকলের কৌতুহলের পারদ ছিল তুঙ্গে। এরই মাঝে লকডাউন। বেশ কয়েকমাস কাজ বন্ধ।
এমনই সময় আবারও মা হতে চলেছেন করিনা কাপুর। যতই দিন গড়াই ততই বেবোর চেহারায় ফারাক আসে। এদিকে বেশ কিছুটা শ্যুট আগের লুকে করা হয়েগিয়েছে।
তাই লকডাউন উঠতেই তড়িঘড়ি শ্যুট শুরু করেন আমির খান। কিন্তু তাতেও থেকে যায় সমস্যা। ফুটেজ দেখে টিম জানিয়ে দেয়, দেখা যাচ্ছে বেবোর বেবিবাম্প।
তা এবার ঢাকা হবে কীভাবে ওঠে প্রশ্ন। তাই গ্রাফিক্সই একমাত্র আশ্রয়। এই নিয়ে চলছে এখন জোর পরীক্ষা-নিরীক্ষা।
বিবোর আগের ফিগার পর্দায় মিলিয়ে তুলতে নাজেহাল টিম। সূত্রের খবর তাই বেবোকে নিয়ে চলছে এখন জোর জল্পনা।
দেখা যাচ্ছে বেবিবাম্প, যা চরিত্রের সঙ্গে যায় না, সমস্যা করছে ছবির সিক্যুয়েন্স মেলাতেও। ফলে এক কথায় মাথায় হাত এখন টিমের।
বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।