- Home
- Entertainment
- Bollywood
- ছোট্টা শাহরুখ বা সইফকে দেখলে চিনতে পারবেন কি, প্রিয় স্টারেদের শিশু বয়সের ছবি দেখেনিন এক ঝলকে
ছোট্টা শাহরুখ বা সইফকে দেখলে চিনতে পারবেন কি, প্রিয় স্টারেদের শিশু বয়সের ছবি দেখেনিন এক ঝলকে
- FB
- TW
- Linkdin
রোম্যান্সে মাখামাখি বরুণ-সারা, সুইমিং পুল থেকে বাথরুম, হট পোজে ভাইরাল সেলেব
শাহরুখ খান, ছোট বেলার ছবির সঙ্গে শাহরুখের নাম না দিলেও চিনে নেওয়া খুব সহজ। চোখ দুটো ভক্তদের খুব চেনা।
উর্মিলা মাতুনকর, পাশে ছবিটা থাকলে চিনে নেওয়া সহজ, নয়তো এক ঝলকে তাঁকে চিনতে পারাটা একটু কঠিন।
রানি মুখোপাধ্যায়, এক কথায় সকলেই চিনে ফেলবেন তাঁকে। মুখের হাসি থেকে ঠোঁটের গরন একদম এক।
প্রিয়ঙ্কা চোপড়া, না তাঁকে চিনতে পারা মোটেই সহজ কাজ নয়। তবে মুখের সারল্যতার সঙ্গে বরফি লুকের অদ্ভুত মিল।
অমিতাভ বচ্চন, না, অমিতাভকে চিনে নিতে একটু বেগ পেতে হবে। এক দেখাতেই চিনতে পারা সহজ কথা মোটেও নয়।
আয়ুষ্মান খুরানা, একটু ভোলাভালা মিষ্টি মুখটা দেখে চিনতে না পাড়াটাই অস্বাভাবিক। কারণ তাঁর মুখের গরণ অনেকটা একই আছে।
সইফের ছোটবেলার ছবি না তৈমুর, এক কথায় বোঝা দায়। একেবারে তৈমুরের মুখ যেন কেটে বসানো।
রণবীরের এই ছবি বেশ বড় বেলার। তাই তাঁকে এক ঝলকেই চিনে নিতে পারবে ভক্তরা।