- Home
- Entertainment
- Bollywood
- 'এত খাবার দেখে নিজেকে আটকাতে পারেননি মালাইকা', দেখে নিন বলি ফ্যাশনিস্তার 'ওনাম'-এর ঝলক
'এত খাবার দেখে নিজেকে আটকাতে পারেননি মালাইকা', দেখে নিন বলি ফ্যাশনিস্তার 'ওনাম'-এর ঝলক
- FB
- TW
- Linkdin
ফিটনেস, ফ্যাশন, ব্যক্তিগত জীবন এসব নিয়ে বরাবরই লাইমলাইটে রয়েছেন বলিউড অভিনেত্রী মালাইকা আরোরা।
সম্প্রতি লকডাউনের মধ্যে নেটদুনিয়া উত্তাল হয়েছে মালাইকাকে নিয়ে। সোশ্যাল মিডিয়াতেও সমানভাবে জনপ্রিয় এই অভিনেত্রী।
প্রতিবছরেই ওনাম উৎসবে নিজের মায়ের বাড়ি যান মালাইকা আরোরা ও বোন অমৃতা আরোরা। এবারও তেমনটাই হল।
মায়ের বাড়িতে পৌঁছেই ডাইনিং টেবিলে সজ্জিত খাবার দেখে নিজেকে আর সামলাতে পারলেন না মালাইকা। পরিবারের সঙ্গেই সারলেন ওনাম সাদ্য।
ওনামের দিন দুপুরে থাকে মহাভোজের আয়োজন। মালয়ালম ভাষায় তাকে বলা হয় সাদ্য। প্রতিটি বাড়িতেই পঞ্চব্যঞ্জন সহযোগে রান্না করা হয়। মোট ২৬ টি পদ থাকে ওনামের মহাভোজে।
মায়ের কাছে গিয়েই খাবার খাওয়া শুরু করলেন। কলাপাতার মধ্যেই মেয়েদের নিজের হাতে করে খাইয়ে দিলেন অভিনেত্রীর মা।
মালাইকা নিজের ওনামের একগুচ্ছ ছবি নিজের সোশ্যাল শেয়ার করেছেন। এবং ক্যাপশনে লিখেছেন, অবশেষে ৫ মাস পরে আমরা সবাই ওনামের জন্য মায়ের বাড়িতে একসঙ্গে হয়েছি। এই ভালবাসার জন্য ধন্যবাদ মা।
ওনামের এই বিশেষ দিনে অমৃতা আরোরা ও সাকিস লাদাকের ছেলেও নজর কেড়েছেন। খাবার পাতেই ক্যামেরায় পোজ দিয়েছেন খুদে।
মালাইকা-অমৃতার মা জয়েস পলিকার্প হলেন দক্ষিণ ভারতীয়। আর ওনাম হল কেরালার অন্যতম বড় উৎসব। তিনিও নিজের সোশ্যাল মিডিয়ায় ওনাম উদযাপনের ছবি শেয়ার করেছেন।
ছবি শেয়ার করে অভিনেত্রীর মা জানিয়েছেন, আমি পারিবারিক খাবার গুলি মিস করছি। বাড়িতে এত লোকজনের মাঝেও আমার বন্ধুদের মিস করছি।
ওনাম উদযাপনে কলাপাতায় খাবার অনন্য অভিজ্ঞতাও শেয়ার করেছেন অভিনেত্রীর মা।পরিবারের সকলে থাকলেও অর্জুন কাপুরকে দেখা যায়নি অভিনেত্রীর এই বিশেষ অনুষ্ঠানে।