শাহিদ পত্নীর বেবি বাম্পে জল্পনা তুঙ্গে, তৃতীয়বার কি মা হতে চলেছে মীরা
- FB
- TW
- Linkdin
তবে আদৌ কি তিনি মা হতে চলেছেন। ক্যাপশন না পরেই খুশির খবর ভেবে আনন্দে-উৎসবে মেতে উঠেছে সোশ্যাল মিডিয়া ইউজাররা।
তৃতীয়বার বাবা হচ্ছেন শাহিদ। এমমনই ভেবে দম্পতিকে শুভেচ্ছা জানাতে শুরুও করে দিয়েছে একাধিক সাইবারবাসী।
মীরার পোস্ট করে বেবি বাম্পের ছবির ক্যাপশন না পরেই এমন মন্তব্য করে বসে নেটিজেনরা।
তবে আদৌ কি তিনি মা হতে চলেছেন! ক্যাপশনে স্পষ্ট লেখা রয়েছে চার বছর আগের ছবি।
এটি যে থ্রোব্যাক ছবি তা ক্যাপশনে লেখার পরও ভুল ভাবনায় নিজেদের জড়িয়ে ফেলেছে শাহিদ ভক্ত সহ সাইবারবাসীরা।
কোনওভাবেই মীরা তৃতীয়বার মা হচ্ছে না। মিশার জন্মের আগে তোলা হয়েছিল এই ছবি। সেই সময়ের মুহূর্তকে মেলে ধরেছেন মীরা।
পুরনো ছবি শেয়ার করতে গিয়ে তাংকে যে এমন বিপাকে পরতে হবে তা তিনি ভাবেননি।
চার বছর আগে একটি বিশেষ দিনে তোলা হয়েছিল এই ছবি। ছবিটির চার বছর পূর্ণ হতেই শেয়ার করেছেন মীরা। বেবি বাম্প দেখেই তাঁর ভুয়ো প্রেগনেন্সির খবর ছড়িয়ে পড়ে চারিদিকে।