- Home
- Entertainment
- Bollywood
- 'সীতাহরণ কতটা ন্যায়সঙ্গত ছিল তুলে ধরা হবে আদিপুরুষ-এ', বেফাঁস মন্তব্য করে বিপাকে সইফ আলি খান
'সীতাহরণ কতটা ন্যায়সঙ্গত ছিল তুলে ধরা হবে আদিপুরুষ-এ', বেফাঁস মন্তব্য করে বিপাকে সইফ আলি খান
- FB
- TW
- Linkdin
রামায়ণ এবার বড়পর্দায়। বাহুবলি খ্যাত অভিনেতা প্রভাস মানেই পর্দায় যেন টানটান উত্তেজনা তৈরি হয়ে যায়। ফের নয়া চমক নিয়ে হাজির প্রভাস।
আপকামিং ছবি 'আদিপুরুষ' -এ রামের চরিত্রে প্রভাস, সীতার ভূমিকায় কৃতি শ্যানন, রাবণ অর্থাৎ লঙ্কেশের চরিত্রে দেখা যাবে সইফ আলি খানকে।
সবকিছু ঠিক থাকলেও বেফাঁস মন্তব্যের জেরে ফের বিপাকে অভিনেতা সইফ আলি খান।
সাক্ষাৎকারে সইফ জানিয়েছেন, রাবণের মানবিক দিক, এবং সীতাহরণ কতটা ন্যায়সঙ্গত ছিল তা দেখানো হবে।
নিজের চরিত্র সম্পর্কে বলতে গিয়ে সইফ জানিয়েছেন, রাবণের মানবিক দিকগুলো এই ছবিতে তুলে ধরা হবে।
বোন শূর্পণখার নাক কাটার পর সীতাহরণ ও রাম-রাবণের যুদ্ধ কতটা ন্যায়সঙ্গত ছিল, তা দর্শকদের সামনে আনা হবে।
সইফ আলি খানের এই বেফাঁস মন্তব্যের জেরেই বেজায় চটেছেন নেটিজেনদের একাংশ। এমনকী ছবি থেকে সইফকে সরিয়ে দেওয়ারও দাবি জানিয়েছেন তারা।
টুইটারে সইফের নামের পাশে ওয়েক আপ ওম রাউত হ্যাশট্যাগও ট্রেন্ডিং হয়েছে।
অনেকেই আবার জানিয়েছেন, তিনি এই চরিত্রে মানানসই নন। কেউ কেউ আবার পুরোনো মন্তব্যকে টেনেও কাঠগড়ায় দাঁড় করিয়েছেন অভিনেতাকে।
এর আগেও সইফ জানিয়েছিলেন, যে মুঘলদের আগে ভারতবর্ষের কোনও অস্তিত্ব ছিল না।
নিজের ছেলে তৈমুরের নাম এক অত্যাচারী শাসকের নামেই রেখেছেন সইফ। ফের পুরোনো মন্তব্যের জেরে সইফরে বিরোধিতা বাড়ছে।