লকডাউনে অন্তিমযাত্রা, চুপিসারে চলে গেলেন ইরফান, পাশে থাকতে পারল না বলিউড
প্রয়াত ইরফান খান, তবে বলিউডে একের পর এক অনবদ্য ছবি করে আজ তিনি অমর। বুধবার সকালেই জীবন যুদ্ধে হার মেনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অভিনেতা। শেষকৃত্যে পাশে থাকতে পারল না বলিউড। চুপিসারে চলেগেলেন বলিউড স্টার। ছবি সৌজন্যে- যোগেন শাহ
- FB
- TW
- Linkdin
মায়ের মৃত্যু শোক সহ্য করতে পারলেন না ইরফান খান। জীবন যুদ্ধে হার মেনে বুধবার সকাল দশটা নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন অভিনেতা।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৪ বছর। মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালে ভর্তি করা হয়েছিল ইরফানকে মঙ্গলবার।
এদিন দুপুরে কথা ছিল ইরফানকে নিয়ে যাওয়া হবে তাঁর বাড়িতে। কিন্তু তা আর হল না। পরে হাসপাতাল থেকে জানানো হল মরদেহ যাবে সোজা কবরস্থান।
দেশ জুড়ে চলছে লকডাউন। তাই অন্তিমযাত্রায় কেউ থাকতে পারলেন না পাশে। সোশ্যাল মিডিয়ায় উপচে পড়ছে শোকবার্তা।
মুম্বইয়ের বসোবা কবরস্থানে হল শেষকৃত্য। বুধবার দুপুর দেড়টা নাগাদ তাঁকে হাসপাতাল থেকে নিয়ে যাওয়া হাওয়া।
বলিউডের কিংবদন্তি অভিনেতার শেষকৃত্যে মানা হল সামাজিক দুরত্ব। উপস্থিত ছিলেন হাতেগোনা কয়েকটা সংবাদমাধ্যম।
পুলিশ ঘিরে রেখেছিলেন কবরস্থান। নির্দিষ্ট সময়মতই পৌঁছল গাড়ি। চুপিসারে চলে গেলেন অভিনেতা। শেষ দেখা হল না।
চোখের জলে ভাসছে আজ তাঁর ভক্তকূল। লকডাউনে বলিউডের তারকা পতন। চেয়েও হাজির থাকতে পারলেন না কেউ।