- Home
- Entertainment
- Bollywood
- ধর্ষণ নিয়ে পাক প্রধানমন্ত্রী ইমরান খানকেও দিয়েছিলেন যোগ্য জবাব,প্রতিবাদ করতে পিছ পা হতেন না সিদ্ধার্থ
ধর্ষণ নিয়ে পাক প্রধানমন্ত্রী ইমরান খানকেও দিয়েছিলেন যোগ্য জবাব,প্রতিবাদ করতে পিছ পা হতেন না সিদ্ধার্থ
জনপ্রিয় অভিনেতার পাশাপাশি সিদ্ধার্থ শুক্লা ছিলেন এক প্রতিবাদী চরিত্রও। ভুল দেখলে তার প্রতিবাদ করার ক্ষেত্রে দুবার ভাবতেন না। একবার ধর্ষণের ক্রমবর্ধমান মামলা সম্পর্কে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের চিন্তাভাবনা নিয়েও প্রশ্ন তুলেছিলেন সিদ্ধার্থ। যা নিয়ে শোরগোলও কম হয়নি।
- FB
- TW
- Linkdin
ফের শোকের ছায়া বলিউডে। বৃহস্পতিবার সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন টেলিভিশনের প্রখ্যাত অভিনেতা সিদ্ধার্থ শুক্লা। যেই খবরে শোকস্তব্ধ গোটা ইন্ডাস্ট্রি।
মুম্বইয়ের কুপার হাসপাতালের তরফে অভিনেতার মৃত্যুর খবর নিশ্চিত করা হয়। মাত্র ৪০ ছর বয়সে সিদ্ধার্থ শুক্লা। সকালে হঠাৎই এমন খবর পেয়ে অনেকেই বিশ্বাস করতে পারেননি।
সিদ্ধার্থের এত কম বয়সে চলে যাওয়া মেনে নিতে পারছে বলিউড। সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় প্রয়াত অভিনেতাকে শ্রদ্ধা জানিয়েছেন তার সহকর্মী থেকে ছোট পর্দা ও বড় পর্দার তারকারা।
সিদ্ধার্থের পরিবারের রয়েছেন তার মা রিতা শুক্লা ও দুই বোন। পরিবারের তরফে পুলিসকে জানানো হয়েছে কোনও রকম মানসিক সমস্যা বা অন্য কোনও সমস্যা ছিল না সিদ্ধার্থের।
সোশ্যাল মিডিয়ায় বরাবরই খুবই সক্রিয় ছিলেন সিদ্ধার্থ শুক্লা। ফ্যানেদের সঙ্গে যোগাযোগ রাখার পাশাপাশি সমাজের নানা খারাপ বা ভালো দিকে নিজের মতামত দিতেই তিনি। একবার পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকেও যোগ্য জবাব দিয়েছিলেন সিদ্ধার্থ।
কিছু মাস আগে ধর্ষণের ক্রমবর্ধমান মামলা সম্পর্কে পাক প্রধানমন্ত্রী ইমরান খানের ভাবনা ও খবরের কাগজে তার লেখার তীব্র সমালোচনা করেছিলেন সিদ্ধার্থ শুক্লা। যা নিয়ে শিরোনামে এসছিলেন তিনি।
ইমরান খানকে সোশ্যাল মিডিয়াতেও নিজের উত্তরের মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া দিয়েছিলেন। অশ্লীল বলে আখ্যা দিয়েছিলেন। যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় শোরগোল পরে গিয়েছিল।
তিনি নিউইয়র্ক টাইমসের একটি টুইটের জবাব দিয়েছিলেন, যেখানে পাকিস্তানের প্রধানমন্ত্রীর উদ্ধৃতি ছিল,, "প্রত্যেক মানুষের ইচ্ছাশক্তি নেই। যদি আপনি অশ্লীলতা বাড়ান তাহলে পরিণতি ভোগ করতে হবে।"
এই বিষয়ে, সিদ্ধার্থ বলেছিলেন যে যাদের ইচ্ছাশক্তি নেই তাদের সমাজ থেকে নিক্ষেপ করা উচিত। সিদ্ধার্থের উত্তরে লেখা ছিল, "ওয়াহ রে ওয়াহ দুনিয়া ওয়ালো .... ভাল সেক্ষেত্রে আসুন এমন পুরুষদের নিক্ষেপ করি যাদের ইচ্ছাশক্তি নেই।"
ফলে ভালো অভিনেতার পাশাপাশি সামাজিক কোনও ব্যধির বিষয়ে প্রতিবাদ করতেও পিছ পা হতেন না সিদ্ধার্থ। এমন এক চরিত্রের অকালে চলে যাওয়া সত্যিই মেনে নেওয়া কঠিন।