- Home
- Entertainment
- Bollywood
- গুরুতর আঘাত, পুলিশে অভিযোগ দায়ের করিনার নামে, বড়সড় বিপাকে বলিউডের নবাবপত্নী
গুরুতর আঘাত, পুলিশে অভিযোগ দায়ের করিনার নামে, বড়সড় বিপাকে বলিউডের নবাবপত্নী
- FB
- TW
- Linkdin
মা হওয়ার পর সদ্য কেটেছে ৫ মাস। ৬ মাসের মধ্যেই আবারও মাকি মা হতে চলেছেন বলি অভিনেত্রী করিনা কাপুর খান। তৈমুরের ভাই আসার কয়েকদিনের মধ্যেই তৃতীয় সন্তান আসার খবর জানালেন স্বয়ং করিনা।
আবারও মাকি মা হতে চলেছেন বেবো। খবরটি শুনে প্রথমে বিশ্বাস না হলেও এটাই সত্যি। নেটিজেনরা যেন কোনওভাবেই মানতে পারছেন না বিষয়টি।
খুব শীঘ্রই প্রকাশ্যে আসতে চলেছে করিনার লেখা বই প্রেগন্যান্সি বাইবেল। আর সেটাকেই নিজের সন্তান বলেছেন নায়িকা। করিনা জানিয়েছেন, এটা একটা আলাদা জার্নি। এই বইয়ের মধ্যে দুই প্রেগন্যান্সির সমস্ত আপডেট থাকবে।
এবার প্রেগন্যান্সি বাইবেল লিখে বড়সড় বিপাকে পড়লেন করিনা কাপুর খান। মাতৃত্বের সফরকে কলমবন্দি করতেই নানা বিতর্ক দানা বাঁধতে শুরু করেছে।
খ্রিস্টান ধর্মীয় সংগঠনের পক্ষ থেকেই এই বইয়ের নাম নিয়ে আপত্তি জানানো হয়েছে। শুধু তাই নয়, ইতিমধ্যেই পুলিশেও দায়ের হয়েছে অভিযোগ।
সংবাদমাধ্যম সূত্রের খবর,মহারাষ্ট্রে করিনা ও আরও দুজনের নামে অভিযোগ দায়ের করা হয়েছে। কারণ ধর্মীয় ভাবাবেগে আঘাতের মতো গুরুতর অভিযোগ উঠেছে।
আলফা ওমেগা খ্রিষ্টান মহাসংঘের সভাপতি আশিস শিন্দে বীডের শিবাজি নগর থানায় পুলিশে অভিযোগ দায়ের করেছেন।
করিনা কাপুর খান এবং অদিতি শাহ ভিমজানির লেখা এই বইয়ের নামের সঙ্গে পবিত্র ধর্মগ্রন্থ বাইবেল শব্দটা থাকায় তা খ্রিস্টানদের জন্য অবমাননাকর।
করিনা কাপুর খান এবং অদিতি শাহ ভিমজানির লেখা এই বইয়ের নামের সঙ্গে পবিত্র ধর্মগ্রন্থ বাইবেল শব্দটা থাকায় তা খ্রিস্টানদের জন্য অবমাননাকর।