- Home
- Entertainment
- Bollywood
- এত হিংসা প্রিয়ঙ্কার, বিকিনিতে পরিণীতিকে দেখেই জ্বলেপুড়ে ছাই দেশি গার্ল, কেন জানেন
এত হিংসা প্রিয়ঙ্কার, বিকিনিতে পরিণীতিকে দেখেই জ্বলেপুড়ে ছাই দেশি গার্ল, কেন জানেন
- FB
- TW
- Linkdin
বলিউডের 'পরি'। পুরোনো ইমেজে ভেঙে সেক্সি মারকাটারি ফিগারে শরীরী উষ্ণতায় রীতিমতো ঝড় তুলছেন পরিণীতি চোপড়া। একাধিক ছবি নিয়ে এই মুহূর্তে ব্যস্ত রয়েছেন পরিণীতি ।
বর্তমানে তুরস্কে ছুটি কাটাচ্ছেন পরিণীতি চোপড়া।ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইমে মুক্তি পেয়েছে সন্দীপ ঔর পিঙ্কি ফারার। যেখানে সমালোচকদের প্রশংসা কুড়িয়েছেন বলিউডের 'পরি'।
সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় তুরস্কে সমুদ্র সৈকতের বালিয়াড়িতে কালো বিকিনিতে সানবাথের ছবি শেয়ার করেছেন পরিণীতি।
বিকিনির হট ছবি শেয়ার করে পরিণীতি লিখেছেন, 'এই ছবি তোলার আগে আমি প্রাণায়াম করছিলাম। আচ্ছা ঠিক আছে এটা মিথ্যা'।
পরিণীতি শরীরী উষ্ণতায় যেন সোশ্যাল মিডিয়ায় ভিড় জমেছে নেটিজেনদের। সকলেই ভালবাসায় ভরিয়ে দিয়েছেন নায়িকা।
সেক্সি মারকাটারি ফিগারের হট লুকেরও প্রশংসা করেছেন নেটিজেনরা। সকলের মধ্যে থেকেই নজর কেড়েছে দিদি প্রিয়ঙ্কা চোপড়ার কমেন্ট।
কালো বিকিনিতে পরিণীতিকে দেখে প্রিয়ঙ্কা জানিয়েছেন, 'আমার খুব হিংসা হচ্ছে'। যা দেখেই শোরগোল পড়েছে নেটদুনিয়ায়।
দুই বোনের সম্পর্ক যে বেশ ভাল তা সকলেই জানেন। তাহলে হঠাৎ কিসের ছেদ? কেন পরিণীতিকে দেখে হিংসা হচ্ছে প্রিয়ঙ্কার?
আসলে বোনের হট পোজ নজর কেড়েছে দিদির। প্রিয়ঙ্কার মতোন অনুরাগীরাও নিজেদের মন্তব্য কমেন্টে জানিয়েছেন।
পরপর তিনটে ছবিতে অভিনয় করলেন পরিণীতি চোপড়া। 'সন্দীপ ঔর পিঙ্কি ফারার', 'সাইনা', 'দ্য গার্ল অন দ্য ট্রেন'। প্রতিটি ছবিতেই তার অভিনয় নজর কেড়েছে দর্শকদের।