- Home
- Entertainment
- Bollywood
- শিল্পা ঘুমিয়ে পড়লেই চলত শ্যালিকা শমিতার সঙ্গে দেদার পার্টি, বেফাঁস মন্তব্যে বিপাকে রাজ
শিল্পা ঘুমিয়ে পড়লেই চলত শ্যালিকা শমিতার সঙ্গে দেদার পার্টি, বেফাঁস মন্তব্যে বিপাকে রাজ
- FB
- TW
- Linkdin
১৯ জুলাই স্বামী রাজ কুন্দ্রার পর্নোগ্রাফির শুটিংয়ের ঘটনায় গ্রেফতার হওয়ার পর মানসিকভাবে বিধ্বস্ত শিল্পা শেট্টি। অবশেষে নীরবতা ভাঙলেন শিল্পা শেট্টি।
আদালতেও মিলল না স্বস্তি। পর্নকান্ডে গ্রেফতার রাজ কুন্দ্রার পুলিশি হেজাজতের মেয়াদ আগামী ২৭ জুলাই পর্যন্ত বেড়েছে। গতকালই প্রায় ৬ ঘন্টার কাছাকাছি ম্যারাথন জিজ্ঞাসাবাদের মুখে পড়েছেন শিল্পা।
রাজ কুন্দ্রার গ্রেফতারির পর থেকেই বিতর্কের কেন্দ্রবিন্দুতে শিল্পা শেট্টি। তেমনই রাজেরও পুরোনো সাক্ষাৎকারও ঘুরপাক খাচ্ছে নেটদুনিয়ায়। কয়েকদিন আগেই রাজের বিলাসবহুল জীবন যাপন এবং রোজগার নিয়ে কানাঘুষো হয়েছিল।
রাজ কুন্দ্রার গ্রেফতারির পর থেকেই বিতর্কের কেন্দ্রবিন্দুতে শিল্পা শেট্টি। তেমনই রাজেরও পুরোনো সাক্ষাৎকারও ঘুরপাক খাচ্ছে নেটদুনিয়ায়। কয়েকদিন আগেই রাজের বিলাসবহুল জীবন যাপন এবং রোজগার নিয়ে কানাঘুষো হয়েছিল।
রাজ আরও বলেছেন, '৭ টার মধ্যে খাওয়া-দাওয়া করেই ৯ টার মধ্যেই ঘুমোতে চলে যান, আর তখনই নাকি শ্যালিকা শমিতাকে নিয়ে পার্টি করতে চলে যান', রাজের এই বেফাঁস মন্তব্যেই জোর জল্পনা শুরু হয়েছে নেটপাড়ায়।
রাজের এই উত্তর শুনে হেসে ফেলেছেন তার পাশে বসে থাকা স্ত্রী এবং শমিতা।
তারপরেই রাজ মজার ছলে আরও বলে ওঠেন, এই জন্য়ই শমিতাকে বিয়ের জন্য জোর করছি না। এর পরেই অন্য প্রসঙ্গে চলে যান তিনি।
রাজের এই মন্তব্যকে মোটেই ভাল চোখে দেখেননি। শ্যালিকার সম্পর্কে এহেন মন্তব্যে অসন্তোষ প্রকাশ করেছেন নেটিজেনদের একাংশ। যদিও এ বিষয়ে কোনও মন্তব্য করেননি শমিতা।
পর্নকান্ডে অভিযুক্ত রাজের খপ্পর থেকে বাঁচতে পারেননি শমিতা শেট্টি। পুলিশি জিজ্ঞাসাবাদের মুখে না পড়লেও বারেবারেই উঠে এসেছে শমিতার নাম।
সম্প্রতি অভিনেত্রী গহনা বশিষ্ঠ দাবি করেছেন, শমিতাকে দিয়েও ছবি বানানোার ইচ্ছা ছিল রাজের। এমনকী তার নজরও ছিল শ্যালিকার দিকে। তারপর থেকেই শমিতাকে নিয়ে উত্তাল সোশ্যাল মিডিয়া।