- Home
- Entertainment
- Bollywood
- মাত্র ১৫ বছর বয়সে তিক্ত অভিজ্ঞতা, স্ক্রিপ্ট ছাড়াই জোর করে চুম্বন, সকলের সামনে লজ্জায় চোখে জল রেখার
মাত্র ১৫ বছর বয়সে তিক্ত অভিজ্ঞতা, স্ক্রিপ্ট ছাড়াই জোর করে চুম্বন, সকলের সামনে লজ্জায় চোখে জল রেখার
সিনে দুনিয়ায় এমন অনেক গল্প থাকে আনাচে কানাচে ছড়িয়ে যা কখনও উঠে আসে শিরোনামে কখনওআবার চাপা পড়ে যায়। কিন্তু সিনে দুনিয়ায় পা রেখে পরিস্থিতিতর সঙ্গে মানিয়ে নেওয়াটা ঠিক কতটা সহজ! প্রশ্ন থাকলেও উত্তরটা হয়তো সহজ নয়। মালুম পেয়েছিলেন ১৫ বছরের রেখা।

বলিউডে পা রেখে রেখার স্মৃতি কতটা সুন্দ ছিল, কতটা সুন্দর ছিল তাঁর পথ চলার শুরুটা! সেই অভিজ্ঞতার কথা সামনে এসেছিল তাঁর বায়োগ্রাফিতে।
বাঙালি অভিনেতা বিশ্বজিৎ চট্টোপাধ্যায়। তখন তিনি ডাক সাইটের অভিনেতা। একের পর এক হিট ছবি তাঁর ঝুলিতে। সেই সময় ঘটে এক কাণ্ড।
বয়স তখন বিশ্বজিতের ৩০। বিপরীতে পেলেন ১৫ বছর বয়সের রেখাকে। সালটা ১৯৬৯। শ্যুটিং-এর মাঝেই রেখার ঠোঁটে সপাট চুম্বন। চোখ বেড়ে জল পড়েছিল রেখার।
টানা পাঁচ মিনিটের বেশি সময় ধরে চলা এই চুম্বনের সময় ক্যামেরার পেছন থেকে হওয়া উচ্ছ্বাস, মলেস্ট্রেশন আজও ভোলেননি অভিনেত্রী।
মেহবুব স্টুডিওতে চলছিল শ্যুটিং। ছবির নাম ছিল আনজানা সফর। সেখানেই ঘটে এই ঘটনা। রেখা মেনে নিতে পারেননি তখন।
যদিও তা কাউকে বুঝতে না দিয়ে মুখ বুঁজেই সহ্য করেছিলেন সবটা। রেখার চোখ থেকে জল পড়তেও তখন সকলেই দেখেছিলেন।
বইতে উল্লেখ থাকা একটি অংশে স্পষ্ট বলা থাকে, পরিচালক কুলজিৎ, রাজা ও বিশ্বজিৎ তিন জনের পরিকল্পনা ছিল এটা।
রোম্যান্টিক দৃশ্যে শ্যুটের বিস্তারিত আলোচনা তাঁদের মধ্যে আগে থেকেই হয়ে গিয়োছিল। শ্যুটের আগে পর্যন্ত কিছুই জানতেন না রেখা।
যখনই বিশ্বজিৎ রেখাকে তাঁর কাছে নিয়ে ঠোঁটে ঠোঁট দিলেন, তখনই চমকে উঠেছিলেন তিনি। না পরিচালক কাট বলেছিলেন, না বিশ্বজিৎ তাঁকে ছেড়েছিলেন।
বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।