- Home
- Entertainment
- Bollywood
- 'বাঙালির কলঙ্ক' থেকে 'রিয়া চিটফান্ড', সোশ্যাল মিডিয়ায় মিম কনটেন্ট অভিনেত্রীর 'আবেগঘন' ভিডিও
'বাঙালির কলঙ্ক' থেকে 'রিয়া চিটফান্ড', সোশ্যাল মিডিয়ায় মিম কনটেন্ট অভিনেত্রীর 'আবেগঘন' ভিডিও
- FB
- TW
- Linkdin
ভিডিওটি পোস্ট করেছিলেন এক অজ্ঞাত জায়গা থেকে। যেখানে রিয়া জানিয়েছেন, "আমার ঐশ্বর এবং আইন ব্যবস্থার প্রতি সম্পূর্ণ আস্থা আছে। আমি বিশ্বাস করি আমি বিটার পাবোই। আমার বিরুদ্ধে সাংঘাতিক মন্তব্য করে চলেছে ইলেক্ট্রনিক সংবাদমাধ্যম।"
আইনজীবীর পরামর্শে অনুযায়ী তিনি এ বিষয় কোনও মন্তব্য করতে চাননি। সত্যমেব জয়তে বলেই শেষ করেন ভিডিও। আইন এবং ঈশ্বরের প্রতি রিয়ার আস্থা থাকলেও তাঁর প্রতি কারও কোনও আস্থা নেই আর।
তাঁকে সাদা পোশাক এবং কাঁদো কাঁদো চেহারায় আরও যেন আরও চটেছে নেটদুনিয়া। শুরু হয়েছে মিম তৈরি। রিয়ার বিরুদ্ধে আসা 'গেল্ড ডিগার'র তকমাতেও চলছে ঠাট্টা। এক বছরে সুশান্তের কোটি কোটি টাকা ব্যয় হয়েছে তাঁর পিছনে।
রিয়াকে ইতিমধ্যেই 'রিয়া চিটফান্ড' হিসাবে সম্বোধন করা হয়েছে। তাঁর গ্ল্যামারাস ছবি এবং সাদা পোশাক পরা এই ভিডিওর ছবি পাশাপাশি রেখে তৈরি করা হয়েছে নানা মিম।
মিমের বিষয়, প্রেমিকের ক্রেডিট কার্ডে জীবন যাপন করার সময় রিয়ার গ্ল্যামারাস চেহারার মত অবস্থা থাকে এবং প্রেমিকের ক্রেডিট কার্ড হাতছাড়া হওয়ার পর সাদা পোশাক পরে গরিব অবস্থা হয়।
এছাড়াও তাঁর ছবির সঙ্গে সুস্মিতা সেন, কাজল এবং রানি মুখোপাধ্যায়ের ছবির সঙ্গে এডিট করে লেখা হয়েছে তাঁরা বাঙালির গর্ব এবং রিয়া বাঙালির লজ্জা।
তাঁর এই ভিডিও দেখে ক্ষোভ উগরে দিয়েছিল নেটবাসী। তারা লেখে, "তুমি যে কতটা খারাপ অভিনেত্রী তা এই ভিডিওতেই পরিষ্কার। কাঁদতেও পারোনি ঠিক করে। এই কারণেই কোনও ভাল ছবির প্রস্তাব তোমার কাছে আসে না।"
সেই নিয়েও মিমে লেখা, ভিডিওর চিত্রনাট্য লিখেছেন মহেশ ভাট, অভিনয় ছিলেন রিয়া। মুভিটা সাংঘাতিকভাবে ফ্লপ হল। রিয়ার এই ভিডিওকে অভিনয় বলেই দাবি করা হচ্ছে।
তারা আরও লেখে, বলিউডের কমার্শিয়াল ছবির মত সাদা সালোওয়ার কামিজ পরে ভিডিও করলেই কেউ নির্দোষ হয়ে যায় না। সত্যমেব জয়তে বলার কারণে ট্রোল হয়েছেন তিনি।
তাঁর মুখে নাকি সত্য শব্দটি মানায় না। তিনি সুশান্তকে সাংঘাতিক অত্যাচার করেছেন, এই কথাই মানে সকলে। সত্যতার জয় হবে এবং রিয়া শাস্তি পাবেন। এই মন্তব্যে ভরে চলেছে নেটদুনিয়া।