এবার কি বিগ বস-এর ঘরে রিয়া, ভাইরাল তথ্যে নেট দুনিয়া তোলপাড়
- FB
- TW
- Linkdin
বলিউডের ২০১৩ সালে প্রথম ডেবিউ করেন রিয়া চক্রবর্তী। ঝুলিতে খুব একটা বেশি ছবি নেই। ২০১৯ সালে সুশান্তের সঙ্গে প্রথম তাকে দেখা যায়।
এরপর টানা এক বছর রহস্যময় প্রেম কাহিনি। কবে কখন ঠিক কী ঘটেছিল তা আজ স্পষ্ট নয়। তবে বিতর্ক ঘিরে বর্তমানে ভাইরাল রিয়া।
এই স্টারকেই এবার দেখা যেতে চলেছে বিগ বসের অন্দরমহলে। বর্তমানে এমনই খবর ছড়িয়েছে সর্বত্র। তা কতটা সত্যি
মাদকচক্রের এমসিবি র তলবের পর থেকে ঘুরেছে ভাগ্যের চাকা। সর্বত্র এখন শিরোনামে একটি নাম রিয়া চক্রবর্তী।
বিতর্ক বা জল্পনা তুঙ্গে থাকা এই রিয়া চক্রবর্তী কি এবার থাকতে পারে সালমানের বিগ বস ১৪-তে। বিগ বস থেকে কোন প্রস্তাব পানি রিয়া চক্রবর্তী।
প্রযোজক তথ্য অভিনেতা রোহিত চৌধুরী একবার মন্তব্য করে জানিয়ে ছিলেন রিয়া বিগবসে এসে রাখতে পারে তার নিজের মতামত।
একতরফা নয় এটি প্রকাশ্যে আসবে রিয়া গোটা ঘটনার জেরে নানা মন্তব্য। এই খবরটি ছড়িয়ে পড়ে নেট দুনিয়ায়।
সদ্য জেল থেকে ছাড়া পেয়েছেন রিয়া। তবে দিতে হয় স্থানীয় থানায় নিত্য হাজিরা। এমন সময় বিগ বস তার উপস্থিতি ঘিরে উঠে আসা খবর পুনরায় সৃষ্টি করে চাঞ্চল্য।