- Home
- Entertainment
- Bollywood
- শেষ ইচ্ছেপূরণ হল না ঋষি কাপুরের, মৃত্যুর আগে একবার পাকিস্তান যেতে চেয়েছিলেন
শেষ ইচ্ছেপূরণ হল না ঋষি কাপুরের, মৃত্যুর আগে একবার পাকিস্তান যেতে চেয়েছিলেন
ইচ্ছে থাকলেই যে তা পূরণ হয় এমনটা অধিকাংশ সময়ই হয়ে ওঠে না। মৃত্যুর তিন বছর আগে শেষ ইচ্ছের কথা জানালেও তা পূরণ হল না ঋষি কাপুরের। সোশ্যাল মিডিয়ায় সোশ্যাল মিডিয়ায় জানিয়ে ছিলেন অভিনেতা যে, তিনি পাকিস্তান যেতে চান, মৃত্যুর আগে একবার অন্তত ফিরে পেতে চান কাপুর পরিবারের শৈশবের স্মৃতি।
- FB
- TW
- Linkdin
)
যাকে বলে দেশের বাড়ি, যেখানে কাপুর পরিবারের শৈশব লুকিয়ে থাকে, ঋষি কাপুরের সেই বাড়ি রয়েছে পেশোয়ারে। বাড়িটি তৈরি করা হয়েছিল ১৯১৮ সালে।
পৃথ্বীরাজ কাপুরের বাবা তৈরি করেছিলেন এই বাড়িটি। এই বাড়িটা পরিচিত ছিল কাপুর হাভেলি হিসেবে।
এই বাড়িটি অবস্থিত পোশোয়ার কিসা খানি মার্কেটেরে পাশে। ঋষি কাপুরের বাবা রাজ কাপুর জন্মে ছিলেন এই বাড়িতেই।
বাড়িটির চারপাশ দোকান দিয়ে ছিল ঘেরা। তবে এই সুন্দর হাভেলিতে ছিল মোটের ওপর ৪০ থেকে ৫০ টা ঘর।
ভুমিকম্পের জন্য এই বাড়িটি ভেঙে যায়। পাশাপাশি ছিল দেখাশোনা করার অভাব। ১৯৯০ সালে এই বাড়িতে গিয়েছিলেন ঋষি কাপুর।
তাঁর কাকা শশী কাপুর তাঁকে নিয়ে গিয়েছিলেন এই বাড়িতে। এক সাক্ষাৎকারে সেই কথা জানিয়ে ছিলেন ঋষি কাপুর।
তিনি অনুরোধ জানান, যে এই বাড়িটাকে যেন সংরক্ষণ করা হয়। এই বাড়ির ঐতিহ্য অনেক। কাপুর পরিবারের অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে এখানে।
তিন বছর আগে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে তিনি জানিয়েছিলেন তিনি মৃত্যুর আগে একবার অন্তত পাকিস্তানে যেতে চান। এই বাড়িটা এখন কী অবস্থায় আছে জানতে চান। তা আর হল না।