MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Entertainment
  • Bollywood
  • Round-Up 2021 : ক্যাটরিনা থেকে অঙ্কিতা-বরুণ, চলতি বছরে গাটছড়া বেঁধেছেন বলিউডের এই সেলেবরা

Round-Up 2021 : ক্যাটরিনা থেকে অঙ্কিতা-বরুণ, চলতি বছরে গাটছড়া বেঁধেছেন বলিউডের এই সেলেবরা

বলি থেকে হলি চলতি বছরটা পুরোটাই যেন  বিয়ের মরশুম। সেলিব্রিটি বিয়ের ঘোর যেন কোনওভাবেই কাটছে না। একের পর এক বিয়ের খবরে মাতোয়ারা বি-টাউন থেকে হলিউড। করোনা মহামারীতে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন একাধিক তারকা। কেউ ছিমছাম ঘরোয়া ভাবে কেউ আবার সীমিত সংখ্যক লোকজন নিয়েও রাজকীয় ভাবে বিয়ের পিঁড়িতে বসেছেন। একঝলকে দেখে নিন সেই তালিকা।

4 Min read
Author : Riya Das
Published : Dec 16 2021, 01:32 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110

৯ ডিসেম্বর ৭০০ বছরের পুরোনো রাজস্থানের সোয়াই মাধোপুরের সিক্স সেন্স ফোর্ট  বারওয়ারাতে বসেছিল ভিক্যাটের রাজকীয় বিয়ের আসর । পাওয়ার কাপলের রয়্যাল ওয়েডিং নিয়ে এখনও চর্চার শেষ নেই সংবাদমাধ্যমে। চলতি বছরে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ। বলিউডের গ্র্যান্ড ওয়েডিংয়ের প্রতিটা মুহূর্তের ঝলক এখন সোশ্যাল মিডিয়ার হটকেক। গত মঙ্গলবারই  মুম্বই ফিরেছেন নিউলি ম্যারেড কাপল (Vicky Kaushal) ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ (Katrina Kaif)। বিয়ের পর প্রথমবার প্রকাশ্যে এসেও সকলকে চমকে দিয়েছেন। নববধূকে দেখে ভালবাসা উজাড় করে দিয়েছেন ভক্তরা।
 

210


মুম্বইয়ের পাঁচতারা হোটেলেই ১৪ ডিসেম্বর বসেছিল  (Ankita lokhande) অঙ্কিতা - ভিকির (Vicky Jain) রাজকীয় বিয়ের  আসর। অবশেষে পরিণতি পেল তিন বছরের দীর্ঘ প্রেমের সম্পর্ক। প্রেমিক ভিকি জৈনর  (Vicky Jain) সঙ্গেই সাতপাকে বাঁধা পড়লেন অঙ্কিতা লোখান্ডে ( Ankita lokhande)। এ যেন রূপকথার চেয়ে কিছু কম নয়। রাজকন্যার মতো সকলের সামনে এলেন অঙ্কিতা লোখান্ডে। মনীশ মলহোত্রার সোনালি ভারী কাজের লেহেঙ্গায় ধরা দিয়েছেন অঙ্কিতা লোখান্ডে। বিয়ের চিরাচরিত লাল নয়, বরং সোনালি রঙের লেহেঙ্গা, তার সঙ্গে মানানসই গয়না, মাথায়  সুবিশাল ওড়না পরেই রাজকুমারীর মতো বিয়ের মন্ডপে উপস্থিত হয়েছেন অঙ্কিতা লোখান্ডে (Ankita lokhande)। ইতিমধ্যেই প্রাক বিবাহ থেকে বিয়ের একগুচ্ছ ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

310

চলতি বছরের ১৫ নভেম্বর পরিণতি পেল দীর্ঘ ১১ বছরের সম্পর্ক। বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন বলি অভিনেতা রাজকুমার রাও (Rajkumar Rao )ও পত্রলেখা পাল (Patralekha Paul) । চন্ডীগড়েই বসেছিল রাজকীয় বিয়ের আসর। ঘনিষ্ঠ বন্ধু-বান্ধব ও পরিবারের উপস্থিতিতেই চারহাত এক হয়েছে রাজকুমার ও পত্রলেখার।তবে পুরো বিষয়টিই মিডিয়ার আড়ালে রেখেই করতে চেয়েছিলেন রাজকুমার ও পত্রলেখা। তাই সেভাবে জানাজানি হতে দেননি। তবে অতিমারির কথা মাথায় রেখেই নাকি ছিমছাম আয়োজন করেছিলেন এই প্রেমিক জুটি।   লাল বেনারসি, মাথায় লাল ওড়না, মাঙ্গটিকা, লাল ও সাদা কলকানাকে বড় নথ পরে সনাতনী সাজে নববধূকে দেখে মুগ্ধ হয়েছিলেন অনুরাগীরা। অন্যদিকে ঘিয়ে রঙের শেরওয়ানি ও তার সঙ্গে গোলাপী ওড়না ও লাল পাগড়িতে নজর কেড়েছিলেন রাজকুমার।  দুজনকে দেখে ভালাবাসা উজাড় করে দিয়েছিলেন ভক্তরা ।

410


করোনাকালে আতঙ্ক নয়,বরং চুপিসাড়ে বিয়ের পিঁড়িতে বসে  সকলকে চমকে দিয়েছিলেন বলি অভিনেত্রী ইয়ামি গৌতম। উরি:দ্য সার্জিকাল স্ট্রাইক পরিচালক আদিত্য ধরের গলাতেই মালা দিয়েছেন ইয়ামি গৌতম (Yami Gautam)। লাল টুকটুকে বেনারসি, গলায় ভারী গয়না, কনের সাজে নিজের বিয়ের ছবি সোশ্যাল মিডিয়ায়  পোস্ট করেছিলেন নায়িকা। নববধূ ইয়ামির থেকে চোখ সড়ানো দায় ছিল।  ২০১৯ সাল থেকেই প্রেমের শুরু। ঘরোয়া অনুষ্ঠানের মধ্যেই ২ পরিবারের উপস্থিতিতে এক হয়েছিলেন ইয়ামিও আদিত্য। অভিনেত্রীর গোপন বিয়ের ছবি দেখে শুভেচ্ছায় ভরে গিয়েছিল সোশ্যাল মিডিয়া। সম্প্রতি সাক্ষাৎকারে ইয়ামি জানিয়েছেন, আমাদের বিয়ের কোনও পরিকল্পনা ছিল না। কিন্তু সবটা যেন কীভাবে হয়ে গেল যদিও আমরা দুজনে এমনটাই চেয়েছিলাম। উরি-র প্রমোশনের সময় থেকে আদিত্যর সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ে। সম্পর্কের ২ বছর পরই বিয়ের কথা ভেবেছিলাম। দুই পরিবারও আমাদের সম্পর্কে খুবই খুশি ছিল। বলা যায় আমাদের চেয়েও বেশি। ইয়ামি আরও বলেন, বাগদান সারার পরিকল্পনাটা আগে ছিল। তারপর বিয়ে। কিন্তু আমার দিদিমা বললেন, এনগেজমেন্ট আমাদের রীতি নয়। বিয়েটা করে নাও। আদিত্যও আমাকে প্রশ্ন করেছিল তুমি কি তৈরি আছো, তাহলে কি আমরা বিয়েটাই সেরে ফেলব। তারপর যে এত কিছু ঘটে যাবে তা নিজেরাও বুঝে উঠতে পারিনি। তবে আমার জীবনটা যে একমুহূর্তে পাল্টে গেছে, তেমনটা নয় কিন্তু। তবে আগের চাইতে অনেক বেশি আনন্দে আছি। জানিয়েছেন ইয়ামি গৌতম।

510


চলতি বছরের ২৪-শে জানুয়ারি মাসেই গাঁটছড়া বেঁধেছেন বরুণ ধাওয়ান (Varun Dhawan) ও নাতাশা দালাল (Natasha Dalal)। ছোটবেলার বন্ধু নাতাশাকে পাওয়ার জন্য কত কিছুই না করতে হয়েছে বরুণকে। ছোটবেলার প্রেমিকা নাতাশা দালালের সঙ্গে গাটছড়া বেঁধেছেন বরুণ ধাওয়ান। আলিবাগের এক পাঁচতারা হোটেলেই বসছিল বিয়ের আসর। পরিবারের সদস্য  এবং খুব কম সংখ্যক ঘনিষ্ঠ বন্ধুদের নিয়েই ছিমছাম করেই বিয়ে সেরেছেন বরুণ ধাওয়ান ও নাতাশা দালাল। করোনা আবহের বায়ো-বাবল প্রোটোকল মেনেই বিলাস বহুল  দ্য মেনশন হাউসে বসেছিল বরুণ-নাতাশার রাজকীয় বিয়ের আসর। 

610

চলতি বছরের ১৫ ফেব্রুয়ারি  মুম্বাইতে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন দিয়া মির্জা (Dia Mirza)। আইএসবি স্নাতক-ব্যবসায়ী বৈভব রেখীর সঙ্গে সাতপাকে বাঁধা পড়েছিলেন দিয়া মির্জা। তারপরই। ২০২১ সালের  ১৪ মে দিয়া ও স্বামী বৈভব রেখী তাদের শিশুপুত্র আভিয়ান আজাদকে স্বাগত জানিয়েছিলেন। 
 

710


চলতি বছরের ১৫ মে  দীর্ঘদিনের প্রেমিক ডাঃ তুষান ভিন্ডিকে বিয়ে করেছিলেন এভলিন শর্মা । তুষাণের সঙ্গে অনেক বছর ধরেই সম্পর্কে ছিলেন এলভিন। ২০২১ সালে ১৫ মে দীর্ঘদিনের সম্পর্ক পরিণতি পায়।

810

করোনাকালে অনেকেই নিজের সঙ্গীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন।  সেই তালিকায় রয়েছেন চলচ্চিত্র নির্মাতা রিয়া কাপুর (Rhea kapoor)।  প্রেমিকস করণ বুলানির সঙ্গে চলতি বছরের ১৪ আগস্ট মুম্বাইয়ের জুহুতে অনিল কাপুরের (Anil Kapoor) বাসভবনে পরিবারের ঘনিষ্ঠদের নিয়ে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছিলেন।  

910

বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন প্যারিস হিলটন।  গত  ১১ নভেম্বর কার্টার রিউমকে বিয়ে করেছেন প্যারিস হিলটন। ফ্লাওয়ার মোটিফ দেওয়া সাদা অস্কার দে লা রেন্টা গাউন পরে নজর কেড়েছিলেন প্যারিস হিলটন।

1010

হলিউড গায়িকা আরিয়ানা গ্র্যান্ডে (Ariana Grande) চলতি বছরের ১৫ মে ডাল্টন গোমেজের সঙ্গে  বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন।  ঘনিষ্ঠ বন্ধু এবং পরিবারের সদস্যদের উপস্থিতিতেই  গাটছড়া বেঁধেছিলেন হলিউড গায়িকা আরিয়ানা গ্র্যান্ডে।

বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।

About the Author

RD
Riya Das
রিয়া ৭ বছরেরও বেশি সময় বিনোদন ও লাইফ-স্টাইল সাংবাদিক। ডবলুবিএসইউ- থেকে ফিল্ম-স্টাডিজ নিয়ে মাস্টার্স। ২০১৪ সালে প্রথম কাজ দৈনিক সংবাদ-এ। কাজ করেছেন ওপেরা নিউজে। ২০১৯ সালে এশিয়ানেট নিউজ বাংলায় বিনোদন এবং লাইফ-স্টাইল বিভাগে যোগ দেন।

Latest Videos
Recommended Stories
Recommended image1
'আপনার চেয়ে বেশি পক্ষপাতদুষ্ট মানুষ দেখিনি...' এআর রহমানকে কেন এমন বললেন কঙ্গনা?
Recommended image2
মার্দানি ৩ ট্রেলার মুক্তির পর মহিলা পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে বিশেষ বার্তা রানির, কী বললেন?
Recommended image3
ধুরন্ধর ২-এ ফিরছেন অক্ষয় খান্না! মারা গিয়েও দ্বিতীয় পর্বে কীভাবে ফিরছেন 'রহমান বালোচ'?
Recommended image4
অন্ধকার জগতের কাহিনি নিয়ে আসছে ভূমির এই নতুন সিরিজ, মুক্তি পেল 'Daldal'-র টিজার
Recommended image5
জন্মদিনে বড় চমক, মালায়ালম ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রাখছেন নীল নিতিন মুকেশ
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved