- Home
- Entertainment
- Bollywood
- শাহরুখ, সলমন, আমিরের কাউকে প্রয়োজন নেই, তবে অক্কির সঙ্গে সমীকরণটা আলাদা, তথ্য ফাঁস সইফের
শাহরুখ, সলমন, আমিরের কাউকে প্রয়োজন নেই, তবে অক্কির সঙ্গে সমীকরণটা আলাদা, তথ্য ফাঁস সইফের
- FB
- TW
- Linkdin
নব্বইয়ের দশক। শাহরুখ খান, সলমন খান ও আমির খান প্রত্যেকেই তখনও রীতিমত জনপ্রিয় দর্শকমহলে। রয়েছে হাজার হাজার ভক্ত।
তবে বলিউডে পা রেখে নিজের জায়গা পোক্ত করাটা ছিল তখন বেশ কঠিন। কারণ এত সুযোগ সুবিধে ছিল না সেই সময়।
একই পরিস্থিতিতে কঠিন লড়াইয়ে নেমেছিলেন সইফ, কিন্তু তাঁর পাশে তখন ছিলেন অক্ষয় কুমার, না বিষয়টা সাহায্যের নয়।
বিষয়টা হল এমন, সম্প্রতি এই নিয়ে মুখ খুলেছেন সইফ আলি খান। তিনি জানান, শাহরুখ, আমির ও সম এরা অভিনেতা হতেই যেন জন্মেছে। ছোট থেকে তেমনটাই ছিল ইচ্ছা।
যদিও সলমন খানের ক্ষেত্রে বিষয়টা আলাদা ছিল বলেই জানিয়েছিলেন সইফ আলি খান। এই তিন স্টারেদের দাঁড়াতে কাউকে লাগেনি।
কিন্তু সইফ আলি খান ও অক্ষয় কুমার জুটি হয়ে উঠেছিল একে অপরের পরিপূরক। তাঁদের জুটি সকলেই পছন্দ করতেন।
এখানেই শেষ নয়, তিনি আরও জানান, তাঁরা একে অন্যকে বুঝতেন। যার ফলে তাঁদের মধ্যে এক অদ্ভুত বন্ডিং তৈরি হয়, যা বলিউডে এক ভিন্ন স্থান পায়।
এখনও পর্যন্ত তাঁদের মধ্যে সেই বন্ডিং বর্তমান, তা সাফ জানিয়ে দিয়েছিলেন সইফ আলি খান। জানিয়েছিলেন তাঁদের মধ্যে থাকা সম্পর্কের সমীকরণের তাই এখনও মজবুত।