- Home
- Entertainment
- Bollywood
- ক্যাটের গোপন রোম্যান্স ফাঁস হতেই বেসামাল সলমন, সকলের সামনে অস্বস্তিতে ফেললেন ক্যাটকে
ক্যাটের গোপন রোম্যান্স ফাঁস হতেই বেসামাল সলমন, সকলের সামনে অস্বস্তিতে ফেললেন ক্যাটকে
- FB
- TW
- Linkdin
পর্দায় আত্মপ্রকাশের পর থেকেই সকলেই জানতেন সলমন ও ক্যাটের মধ্যে থাকা সম্পর্কের পারদ ক্রমেই উষ্ণ হয়ে উঠছে।
একাধিক ছবিতে এই জুটি দর্শকদের নজর কাড়লেও, ক্যাটের স্টানিং লুক তাঁকে জনপ্রিয়তার শিখরে নিয়ে যায়। তারপর থেকে জল্পনা তুঙ্গে।
এমনই সময় রণবীর কাপুরের নজরও পড়ে ক্যাটের ওপর। আজব প্রেম কি গজব কাহানি, ছবির সেট থেকেই প্রেম শুরু। তারপরে খবর সকলের জানা।
সলমনের অজান্তেই চলতে থাকে এই সম্পর্ক। সলমনের নজরে আসা মাত্রই তিনি বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন মত দিতে শুরু করেন।
রণবীরকে বাক্যবাণে আক্রমণ করতেও ছাড়েননি তিনি। একাধিকবার তাঁকে নিশানা করে সলমন বলেন, ক্যাটের পেছনে পাড়ার সারমেয়দের মত পড়ে রয়েছেন রণবীর।
কিন্তু নিজের মুখে নালাগ না রেখেই একবার বিচ্ছেদের কথা প্রকাশ্যে জানিয়ে দিয়েছিলেন সলমন খান। যদিও তা নিয়ে কখনই প্রকাশ্যে মুখ খোলেননি ক্যাট।
ভারত ছবির প্রমোশনে কপিল শর্মার শো-তে এসে একবার সাফ জানিয়েছিলেন সলমন ক্যাট আমাকে ছেড়ে দিয়েছে। এতেই অস্বস্তিতে পড়েন ক্যান।
পরিস্থিতি অনুমান করতে না পেড়ে চুপ করেই ছিলেন সেদিন ক্যাটরিনা। তখন তাঁর ও রণবীরের মধ্যে সম্পর্কের বিচ্ছেদও ঘটে গিয়েছে।
ক্যাটরিনা কাইফ, বলিউডের প্রথমসারিতেই বিরাজমান তিনি। নাচ, অভিনয়, ফিটনেস, ফ্যাশন, ব্যক্তিগত জীবন সমস্ত কিছুতেই লাইমলাইটের শীর্ষে রয়েছেন বলি অভিনেত্রী ক্যাটরিনা কাইফ।