Exclusive- 'আমি চাই না আমার ভক্তরা আমার ছবি দেখতে গিয়ে করোনায় আক্রান্ত হোক', একান্ত সাক্ষাৎকারে ভাইজান

First Published May 12, 2021, 4:23 PM IST

টানা একবছর বিগ স্ক্রিন ফাঁকা, নেই কোনও বড় ছবির মুক্তি। এরই মাঝে ঈদের মরশুমে কথা রাখলেন ভাইজান। মুক্তি পাচ্ছে রাধে, একদিকে গোটা দেশে মৃত্যু মিছিল, তার মাঝেই ছবির মুক্তি, বিনোদোন, কখনও কড়া সমালোচনার মুখে সলমন, কখনও আবার করোনা পরিস্থিতি সামাল দিতে এগিয়ে এসে প্রশংসার ঝড় ভাইজানকে ঘিরে। ছবির প্রেক্ষাপট থেকে করোনা, দিশার সঙ্গে ঠোঁট ঠাঁসা চুম্বন থেকে শুরু করে বলিউড বক্স অফিস, এশিয়া নেট নিউজের একাধিক প্রশ্নের সাফ জবাব দিলেন ভাইজান।