- Home
- Entertainment
- Bollywood
- ১২২ তলায় বসে সোনায় মোড়া কফিতে চুমুক, বুর্জ খালিফা-য় ব্রেকফাস্টে নজর কেড়ে ভাইরাল সানা
১২২ তলায় বসে সোনায় মোড়া কফিতে চুমুক, বুর্জ খালিফা-য় ব্রেকফাস্টে নজর কেড়ে ভাইরাল সানা
- FB
- TW
- Linkdin
প্রাক্তন মডেল সানা খান, আনস সইদের সঙ্গে বিয়ের আসরে সকলের নজর কেড়েছিলেন তিনি।
একাধিক সম্পর্কের পর অবশেষে যখন তিনি আনসকে স্বামী হিসেবে গ্রহণ করেন, বিনোদন জগতে তখন সারা পড়ে গিয়েছিল।
এরপর থেকেই সানার লাইফেরর সমীকরণটা পলকে পাল্টে যায়। লাইফস্টাইলের ঝলকে চোখ ঝলসে যায় ভক্তদের।
বিয়ের আসর থেকে শুরু করে হলিডে ট্রিপের ছবি। একের পর এর ফ্রেমে তাক লাগিয়েছেন সানা।
এবারও তার ব্যতিক্রম হল না। বর্তমানে বুর্জ খালিফায় ছুটি কাটাচ্ছেন সানা।
স্বামীর সঙ্গে ছুটির মেজাজে ১২২ তলায় বসে উপভোগ করছেন গোটা পৃথিবীর সৌন্দর্য। এখানেই শেষ নয়।
সঙ্গে যদি আপনার সামনে কেউ এনে ধরে সোনার কাপে কফি, রোদ পোহাতে পোহাতে সৌন্দর্যের স্বাদ সঙ্গে সোনার কাপ, এক কথায় বলতে গেলে স্বর্গ।
বিয়ের পর ঠিক এমন ভাবেই জীবনটাকে উপভোগ করছেন সানা। অর্থ তাঁর কাছে এখন কোনও বাধাই নয়।
সোশ্যাল মিডিয়ায় এই ছবি ছড়িয়ে পড়া মাত্রই তা নজর কাড়ে ভক্তমহলের। পোস্ট মুহূর্তে হয়ে ওঠে ভাইরাল।