- Home
- Entertainment
- Bollywood
- বয়সে ছোট সঞ্জয়ের সঙ্গে বিবাহ গুঞ্জন আজও পিছু ছাড়েনি রেখার, জানুন আসল সত্য
বয়সে ছোট সঞ্জয়ের সঙ্গে বিবাহ গুঞ্জন আজও পিছু ছাড়েনি রেখার, জানুন আসল সত্য
- FB
- TW
- Linkdin
তিনি বরাবরই সাহসী, গতে বাধা সমীকরণ থেকে বেরিয়ে নিজের ছন্দে তিনি সাবলীল। তাকে নিয়ে রয়েছে হাজারো বির্তক, সমালোচনাও চলে আসছে যুগ যুগ ধরে। তিনি হলেন বলিউডের এভারগ্রীন অভিনেত্রী রেখা।
বলিউডের উমরাওজানের ব্যক্তিগত জীবনটাও ছিল চলচ্চিত্র জীবনের মতোই ঝা চকচকে । নিজের অবস্থান ও ব্যক্তিত্ব সম্পর্কে সবসময়েই সচেতন ছিলেন এই অভিনেত্রী। আজও অমলিন তার ম্যাজিক।
এখনও পর্যন্ত এই প্রজন্মের নায়িকাদেরও টক্করে এগিয়ে রেখা।বলি আইকনের ক্যারিশ্মার জাদুতেই মুগ্ধ আট থেকে অষ্টাদশী। মোহময়ী এই নায়িকার রিল লাইফের প্রেমিকাস্বত্ত্বা ছিল রিয়েল লাইফেও।
সত্তর থেকে নব্বই-অসংখ্য নায়কের বিপরীতে অভিনয় করে একাধিক সম্পর্কে জড়িয়েছিলেন রেখা। বলিউডের অমর প্রেমের জুটি বলতে গেলেই প্রথমেই উঠে আসে রেখা এবং অমিতাভের নাম। তবে অমিতাভ ছাড়া বি-টাউনের তাবড় তাবড় অভিনেতাদেরও প্রেমের জাঁদুতে কাবু করেছিলেন রেখা।
কখনও নায়ক তো কখনও ব্যবসায়ী একের পর এক সম্পর্কে জড়িয়ে উঠে এসেছে একাধিক নাম। পুরুষকে আকৃষ্ট করতে রেখার জুড়ি মেলা ভার। যা নিয়ে এখনও অনেক গুঞ্জনই শোনা যায়।
এক সময়ে বয়সে পাঁচ বছরের ছোট অভিনেতা সঞ্জয় দত্তের সঙ্গে তার বিয়ের গুজবে মাতোয়ারা হয়েছিল বলিউড। বিখ্যাত লেখক ইয়াসির উসমান তার 'রেখা: দ্য আনটোল্ড স্টোরি' বইটি থেকে এমনটাই জানা গিয়েছিল।
উসমানের লেখা বইটিতে রেখার ব্যক্তিগত জীবনের বিভিন্ন দিককে তুলে ধরেছিলেন লেখক। সেখানেই আশির দশকের মাঝামাঝি সময়ে নিজের অভিনয়ের জন্যই শুধু সমালোচক মহলে প্রশংসিত ছিলেন না বরং নিজের ব্যক্তিগত জীবনের জন্যও খবরের শিরোনামে ছিলেন।
অমিতাভ থেকে অক্ষয় ,কমল হাসান, রাজীব কুমার, শৈলেন্দ্র সিং সহ সঞ্জয় দত্তের সঙ্গে সম্পর্কে যুক্ত ছিলেন অভিনেত্রী।
সালটা ১৯৮৪। হঠাৎই একদিন সঞ্জয়-রেখার বিয়ের খবরে মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়েছিল। সেই সময়ে সঞ্জয়ের সিনেমাগুলি খুব ভাল ব্যবসা করছিল না, সেই খারাপ সময়ে রেখা সাহায্য করতে চেয়েছিল সঞ্জয়কে। যাতে সঞ্জয় তাড়াতাড়ি খারাপ সময় থেকে বেরিয়ে আসতে পারে।
১৯৮৪ সালে 'জামিন আসমান' ছবিতে রেখা এবং সঞ্জয় দত্ত একসঙ্গে অভিনয় করেছিল। তারপরই তাদের ভুয়ো বিয়ের খবর সঞ্জয় দত্ত অস্বীকার করেছিলেন।
কিন্তু গ্ল্যামার কুইনের কোনও সম্পর্কও বেশিদিন টেকেনি। দিল্লীর শিল্পপতি মুকেশ আগরওয়ালের সঙ্গে ১৯৯০ সালে বিয়ে হয় রেখার। বিয়ের এক বছরের মধ্যেই আত্মহত্যা করে মুকেশ। এখানেই শেষ নয়, একের পর এক সম্পর্ক এসেই গেছে তার জীবনে। মন দেওয়ার মধ্যেই কখনও কেউ ছেড়ে চলে গেছে আবার কখনও নিজে কাউকে ছেড়ে চলে এসেছেন এই বলি ডিভা।
সমালোচনা আজও যেন তার পিছু ছাড়ে না। তার ব্যক্তিগত জীবন নিয়ে কৌতুহলী দর্শক। বলিউডের হাজারো অভিনেত্রীর জৌলুস আজও তাকে ফিকে করতে পারে নি। হাজারো প্রেমের ভিড়ে তিনি আজও চির নতুন, চির যৌবনা বলিউডের এভারগ্রীন রেখা।