ঐতিহাসিক ছবি DDLJ, কিন্তু এই ছবিতে অভিনয় করতে চাননি শাহরুখ, কেন জানেন
দীর্ঘ ২৫ বছর ধরে বলিউডে জল চলে আসছে দুলহান হাম লে জায়েঙ্গে ছবি। শাহরুখ কাজল জুটির এই রোমান্টিক ড্রামা আজও বলিউডের সম্পদ। এই ছবি যতবার দেখা যায় ততবারই যেন দর্শকেরা সমৃদ্ধ হন শাহরুখ কাজলের অভিনয় দাপটে।
| Published : Oct 20 2020, 11:29 AM IST
- FB
- TW
- Linkdin
সালটা ১৯৯৫। শাহরুখ খান তখন স্ট্রাগল করছে বলিউডে নিজের জায়গা পাকা করার। একই দৌড়ে সামিল সালমান আমির।
এমনি সময় সড়কের কাছে প্রস্তাব আসে ডিডিএলজে ছবির। গল্প শুনেই না বলে দিয়েছিলেন শাহরুখ খান।
জানিয়েছিলেন এই ছবি তার পক্ষে করা সম্ভব নয়। কিন্তু কেন, কারণ জানতে চাওয়ায় তিনি সাপ জানান, এটা রোমান্টিক ছবি।
ঠিকই শুনেছেন, অবাক হলেও এটাই বাস্তব শাহরুখ খান রোমান্টিক ছবি করতে চাননি শুরুতে। কেন জানেন!
তার বক্তব্য ছিল এই রোমান্টিক ঘরানায় বেছে নিয়েছে সালমান আমির। তাই নাকি সবই করতে নারাজ ছিলেন তিনি।
শুনে আদিত্য চোপড়ার মাথায় হাত। কিভাবে চলতে পারে, এমন ছবি সাক্ষীর কথা ভেবেই তো লেখা, মিটিংয়ের পর মিটিং সেট করেন তিনি।
লাভের লাভ কিছুই হয় না । শাহরুখ খান তখন চাইছেন একটু ভিন্ন স্বাদের ছবি করতে, প্রেমের গল্প নয়, কারণ অর্জুন ছবির শুটিংয়ে ব্যস্ত থাকা কিং খান কয়েকদিন পরে জানিয়েছিলেন তিনি ছবি করবেন।
ততক্ষণে পরিচালক আশা ছেড়ে দিয়েছিলেন। কিন্তু হঠাৎ শাহরুখকে একটা হ্যা সৃষ্টি করেছিল বলিউডের ইতিহাস।
এরপর শাহরুখ খান হয়ে ওঠেন রোমান্সের রাজা। কিং খানের রাজত্বে কেবলই প্রেম পর্ব। আর কোনওখানই এই বিষয়ে তাকে টেক্কা দেওয়ার ক্ষমতা রাখেন নি।