'কাজলের সঙ্গে ছবি করতে পারবে না', আমিরকে কেন জানিয়ে ছিলেন শাহরুখ
বলিউজের কিংবদন্তি জুটিদের মধ্যে সেরার তালিকাতে যাঁরা নাম লিখিয়েছেন, তাঁদের মধ্যে অন্যতম হলেন শাহরুখ খান ও কাজল। কিন্তু সেই জুটির মধ্যে ক্যামেরার পেছনে সম্পর্ক ঠিক কেমন ছিল! অনেকেরই মনে প্রশ্ন জাগে। প্রথম থেকে মোটেই শাহরুখ-কাজল ছিলেন না একে অন্যের পছন্দ।

শাহরুখ খানের সঙ্গে কাজলের জুটি মানেই তা বক্স অফিস হিট। দর্শকদের কাছে এক কথায় সম্পর্কের সমীকরণটা এরকম থাকলেও শুরুতে তা মোটেই ভালোলাগত না দুই তারকার।
একবার আমির খান শাহরুখ খানকে জিজ্ঞেস করেছিলেন কাজলের সঙ্গে ছবি করবেন কি না। উত্তরে সাফ না জানিয়ে দিয়েছিলেন শাহরুখ খান।
কারণ হিসেবে তিনি জানিয়েছিলেন আমির খান নাকি কাজলের সঙ্গে কাজ করতেই পারবেন না। তাই তাঁর এই সিদ্ধান্ত নেওয়া উচিত নয়।
তখন চলছিল বাজিগর ছবির শ্যুটিং। সেই ছবির কাজ নিয়ে ব্যস্ত ছিলেন কাজল ও শাহরুখ খান। দুজনেই তখন বিটাউনে নয়া মুখ।
একে অন্যের সম্পর্কে খুব একটা জানতেন না। প্রথম দেখাতে খুব একটা ভরসা তৈরি হয়নি তাঁদের মধ্যে। শাহরুখের মতে কাজল মোটেই ভালো অভিনেত্রী নন।
উল্টো দিকের ছবিটাও ছিল একই রকমের। কাজলও মনে করতেন শাহরুখ খুব একটা ভালো অভিনেতা নন। তাই তিনিও পছন্দ করতেন না কিং খানকে।
এরপর যখন বাজিগর ছবির কাজ শেষ হয়, দুজনেরই মত যায় বদলে। বক্স অফিসে ঝড় তুলেছিল এই ছবি। অভিনয়ে বাজিমাত করেছিলেন দুজনেই।
এমন পরিস্থিতিতে দুজনেরই মতামত পাল্টে যায়। একে অন্যের প্রশংসা করতে শুরু করেন। তখন আবার শাহরুখ খানের ফোন যায় আমিরের কাছে।
কিং খান জানিয়েছিলেন, তাঁর ধারণা ভুল ছিল। কাজলের সঙ্গে ছবি করা উচিৎ। কারণ তিনি ছবি করে বুঝেছেন, কাজনের মধ্যে অভিনয়ের দক্ষতা অনেক। পাশাপাশি মত বদলে ছিল কাজলেরও।
বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।