শাহরুখের সবথেকে বড় প্রতিযোগীকে, প্রশ্ন মিলতেই সপাট উত্তর দিলেন কিং খান
শাহরুখ খান বলে কথা। যার পর্দায় উপস্থিতিতে আট থেকে আশি এক কথায় বেহুশ। অভিনয়গুণে সকলের মনের রাজ করছেন কিং খান। বলিউডে কাকে নিজের প্রতিযোগী মনে করেন তিনি। প্রশ্ন করাতেই মিলল সাফ উত্তর।

বলিউড মানেই কড়া প্রতিযোগিতায় জায়গা। প্রতিটা মুহূর্তেই টানটান উত্তেজনা। কখন কোন তারকাকে ময়দান ছেড়ে ছিটকে যেতে হয়!
দর্শকেরা কখন ঠিক কোন অভিনেতাকে তুলে ধরেন, আবার কাকে ছুঁড়ে ফেলে দেন তা বলা মুশকিল।
যার ফলে স্টারডম নিয়ে কমবেশি সকলেই চিন্তায় থাকেন। অনেকেই আছেন যারা এ কম্পিটিশন থেকে ছিটকে বেরিয়ে যান।
কেউ কেউ আবার দাপটের সঙ্গে দিনের-পর-দিন রাজ করেন বিটাউনে। কিং খানের জীবনে কি ছিল এমন কোন প্রতিযোগী।
বলিউডে খান সাম্রাজ্য নিয়ে সকলেই কমবেশি স্বচ্ছ ধারনা রয়েছে। তিন খানের মধ্যে থাকা টানটান উত্তেজনা সকলেরই চোখে পড়ে।
এরমধ্যে কাকে শাহরুখ নিজের প্রতিযোগী বলে মনে করেন, প্রশ্ন করতে কিং খান মুহূর্তে উত্তর দিলেন কাউকে না।
একদিন তিনি ভেবেছিলেন বলিউডে তিনি রাজ করবেন, আজ তার সত্যি হয়েছে , কেবলমাত্র ভক্তদের জন্যই।
তাই ভক্তদেরকেই কিং খান সবার আগে গুরুত্ব দিয়ে থাকেন, বাকি আর কোন কিছুই কিং খানকে খুব একটা ভাবায়নি কখনো।
এক সাক্ষাৎকারে এমনটিই সাফ জানিয়ে দিলেন কিং খান । তিনি শুধুই নিজের পারফরম্যান্স নিয়ে ব্যস্ত।
বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।