- Home
- Entertainment
- Bollywood
- চাঁদে জমি থেকে শুরু করে কোটি কোটি টাকার মালিক, শাহরুখের অ্যাকাউন্ট যেন কুবেরের ভাণ্ডার
চাঁদে জমি থেকে শুরু করে কোটি কোটি টাকার মালিক, শাহরুখের অ্যাকাউন্ট যেন কুবেরের ভাণ্ডার
- FB
- TW
- Linkdin
নিজের সম্পত্তির মাপকাঠি যাই হোক না কেন, কিং খানের প্রাপ্তী যোগ যে বেজায় তুঙ্গে তা আর বলার অপেক্ষা রাখে না। প্রিয় তারকাদের উদ্দেশে অনেকেই উপহার দিয়ে থাকেন, কিন্তু শাহরুখ খানের কপালে জুটেছে চাঁদের মাটি।
শাহরুখ খানের একজন ভক্তই তাঁকে উপহার দিয়েছেন এই জমি। এখানেই শেষ নয়, প্রতিবছর একটু একটু করে তিনি চাঁদে জমি কিনছেন শাহরুখ খানের নামে। আর প্রতিবছরই তার সার্টিফিকেট পৌঁছে যায় কিং খানের কাছে।
তাঁর সঙ্গে নিত্য যোগাযোগও রাখেন শাহরুখ খান। নম্র সভাবের এই অভিনেতা বরাবরই তাঁর ফ্যানেদের প্রতি বেশ অনুরাগী।
২০২১ সালে শাহরুখ খানের সম্পত্তির পরিমাণ দাঁড়ালো মোটের ওপক ৫১৩১ কোটি টাকা।
বর্তমানে শাহরুখ খানের বছরের আয় ৩০০ কোটি টাকা। মাসে ২০ কোটির বেশি আয় বর্তমানে শাহরুখ খানের।
বর্তমানে শাহরুখ খানের বাড়ি মন্নতের দাম উঠেছে ২৫০ কোটি টাকার বেশি। যা সব থেকে দামি সেরা দশ বাড়ির মধ্যে অন্যতম।
লন্ডনে শাহরুখ খানের যে বাড়ি তার দাম ওঠে ২০০ কোটি টাকা। এই বাড়ি কিনেছিলেন শাহরুখ খান ২০০৯ সালে।
শাহরুখ খানের সম্পত্তির পরিমাণ এক বিলিয়ন ডলার আগামী ৪ বছরে।
এরপর আবারও সামনে উঠে আসে সলমন খানের নামে। একের পর এক ছবির প্রস্তাব আসতে শুরু করে তাঁর কাছে। এরপর আর ফিরে তাকাতে হয়নি।