- Home
- Entertainment
- Bollywood
- করিনা নয়, অনুষ্কার মধ্যেই নিজেকে দেখতে পান শর্মিলা, জীবনের কোন গোপন রহস্য ফাঁস
করিনা নয়, অনুষ্কার মধ্যেই নিজেকে দেখতে পান শর্মিলা, জীবনের কোন গোপন রহস্য ফাঁস
- FB
- TW
- Linkdin
করিনা কাপুর সম্পর্কে একটিও অভিযোগ নেই শর্মিলার, এক কথায় বলতে গেলে এমন বউমা পেয়ে তিনি বেশ খুশি।
তবে নিজের জীবনের প্রতিচ্ছবি তিনি খুঁজে পান কেবল মাত্র অনুষ্কার মধ্যেই। তবে কি করিনাকে পছন্দ নয়।
না, বিষয়টা ঠিক তা নয়, নিজের জীবনের প্রেমপর্বে অনুষ্কার মতই পরিস্থিতির শিকার হতে হয়েছিল শর্মিলা ঠাকুরকে।
বিরাট কোহলি একটা ক্যাচ মিস করতে না করতেই, মুহূর্তে প্রসঙ্গ ঘুরে যেত অনুষ্কার দিকে।
টাটকা তাজা এই অধ্যায় এখনও কেউ ভোলেনি। স্টেডিয়ামে অনুষ্কা রয়েছে বলেই খারাপ খেললেন বিরাট, শুনতে হয়েছে এমনটাও।
শর্মিলা ঠাকুরের জীবনটাও ছিল ঠিক এমনই। তিনি পাতৌদির সঙ্গে সম্পর্কে আসার পর একই ট্রোলিং-এর শিকার হয়েছিলেন।
খেলার ভবিষ্যৎ যেন নির্ধারণ হত শর্মিলার উপস্থিতির ওপর। তিনি কী করছেন, কী করছেন না, সবই যেন খেলার ভাগ্য।
সম্প্রতি নিজের জীবনের এই অধ্যায় নিয়ে মুখ খুললেন শর্মিলা। জানালেন, এখানেই তিনি অনুষ্কার সঙ্গে মিল খুঁজে পান।
তবে শর্মিলার জীবনে যা অতীত, বর্তমানে সেই পরিস্থিতি দিয়েই যাচ্ছেন অনুষ্কা। তা আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না।