- Home
- Entertainment
- Bollywood
- কোয়ারেন্টাইন সেন্টার বদলে গেল আইসিইউ-তে, করোনা রোগীদের জন্য বড় পদক্ষেপ শাহরুখ-গৌরীর
কোয়ারেন্টাইন সেন্টার বদলে গেল আইসিইউ-তে, করোনা রোগীদের জন্য বড় পদক্ষেপ শাহরুখ-গৌরীর
- FB
- TW
- Linkdin
করোনা রোগীদের আপৎকালীন সুবিধা দেওয়ার জন্য ১৫টি আইসিইউ বেডের ব্যবস্থা করা হয়েছে।
এছাড়াও থাকছে লিকুইড অক্সিজেন স্টোরেজ ট্যাঙ্ক, হাই ফ্লো অক্সিজেন মেশিন ও ভেন্টিলেটর।
কিং খানের স্বেচ্ছাসেবী সংগঠন মীর ফাউন্ডেশন ও হিন্দুজা হাসপাতাল ও বিএমসি-র মিলিত প্রয়াসে চালু হয়েছে এই আইসিইউ সেন্টার।
সূত্র থেকে জানা গেছে, বিএমসি-র গাইডলাইন মেনে হিন্দুজা হাসপাতাল কাজ চালাবে।
কোয়ারেন্টাইন থেকে আইসিইউ- কী কী রদবদল ঘটেছে। সূত্র থেকে জানা গেছে, এই আইসিইউ-তে ২৪ ঘন্টাতেই চিকিৎসক, নার্স, মেডিক্যাল স্টাফ থাকবেন।
এই সেন্টারের এক তলাতে অক্সিজেন পরিষেবা সহ মোট ৬ টি বেড থাকছে। এবং বাকি দুই তলায় ৪ টি ও ৫ টি করে বেড থাকবে।
গত ২৪ এপ্রিল শাহরুখের কোয়ারেন্টাইনের জন্য বিএমসি-র হাতে তুলে দেওয়া হয়েছিল। যদিও বহুদিন এই অফিসকে কোনও কাজে লাগাননি বিএমসি।
এখানে শুধুমাত্র উপসর্গহীন রোগীদের কোয়ারেন্টাইন করা হতো। এতদিন পর্যন্ত ৬৬ জন রোগী এই কোয়ারেন্টাইন সেন্টারে ছিলেন। এবং তাদের মধ্যে ৫৮ জন রোগী সুস্থ হয়ে বাড়িও ফিরেছেন।
বাকি ১২ জন রোগীকে অন্যত্র পাঠিয়েই এই আইসিইউ গড়ার কাজ শুরু হয়েছে। আরও জানা গেছে, যারা এখানে থাকবেন তাদের খাবার সরবরাহ থেকে অনেক কিছুরই দায়িত্ব নেবে শাহরুখের মীর ফাউন্ডেশন।