যতই স্মার্ট হক না কেন, শ্রদ্ধাকে আজও তাড়িয়ে নিয়ে বেড়ায় ছোটবেলার এই ভয়
- FB
- TW
- Linkdin
শ্রদ্ধা কাপুরের মা মারাঠি হওয়ায় সেই ছোঁয়া রয়েছে তাঁর লুকে। যা শ্রদ্ধাকে এক আলাদা মাত্রা দেয়। বলিউডে পা রেখেছিলেন তিনি তিন পাত্তি ছবির মধ্যে দিয়ে।
আশিকি ২ ছবির মধ্যে দিয়েই প্রথম পরিচিতি ঘটে শ্রদ্ধা কাপুরের। এই ছবিতে অভিনয় করার পর সেরা পুরষ্কার পান ফিল্ম ফেয়ার থেকে।
শ্রদ্ধা কাপুর ছোট থেকেই বেশ সাহসী। তবে একটাই তাঁর ভয়, বাজ পরাতে বেজায় সমস্যা হয় অভিনেত্রীর। আর তা এখনও বর্তমান।
চায়ের খুব ভক্ত শ্রদ্ধা কাপুর। খাবারের মধ্যে জাঙ্ক ফুড তাঁর খুব একটা পছন্দের নয়। প্রথম থেকেই হালকা খাবার খেয়ে থাকেন তিনি।
ছোট থেকেই হলিউড ছবি দেখতে পছন্দ করেন তিনি। শক্তি কাপুর অভিনীত ছবি আন্দাজ আপনা আপনা। বলিউডে তাঁর প্রিয় ছবি।
প্রথম থেকেই পরিবেশের প্রতি সচেতন শ্রদ্ধা কাপুর। একাধিকবার সরব হয়েছেন বিভিন্ন বিষয়। বলিউডে তাঁর প্রিয় ছবি। গাছ কাটা থেকে বনভূমি বাঁচানো, কোনও দিক থেকেই তিনি পিছিয়ে থাকেননি প্রতিবাদ করতে।
খেলাধূলাতে বেশ ভালো শ্রদ্ধা কাপুর। স্কুবা ড্রাইভে প্রশিক্ষিত তিনি। বর্তমানে বলিউডের সর্বাধিক ছবির প্রস্তাব রয়েছে শ্রদ্ধা কাপুরের হাতে।
তবে বিটাউনে সবথেকে শান্ত, সাধারণ ঘরানার অভিনেত্রীও বলা চলে তাঁকে। শ্রদ্ধা কাপুর এমনই ইমেজ ধরে রেখেছেন তাঁর।
বর্তমানে তাঁর হাতে একের পর এক ছবির প্রস্তাব, বর্তমানে ব্যস্ত রয়েছে রণবীর কাপুরের সঙ্গে। তবে শীঘ্রই পরবর্তী ছবির কাজে হাত দেবেন শ্রদ্ধা।