- Home
- Entertainment
- Bollywood
- ঐশ্বর্যর সঙ্গে তুলনা, 'জেরক্স কপি' বলে নেটিজেনদের মন্তব্য, রেগে আগুন সলমনের নায়িকা স্নেহা
ঐশ্বর্যর সঙ্গে তুলনা, 'জেরক্স কপি' বলে নেটিজেনদের মন্তব্য, রেগে আগুন সলমনের নায়িকা স্নেহা
হুবহু যেন ঐশ্বর্য রাই বচ্চন। একঝলকে দেখে সকলেই তেমনটা বলেন। সলমনের হাত ধরে বলিউডে পা রাখলেও খুব বেশিদিন টিকতে পারলেন না বলিউডে। কারণ একটাই ঐশ্বর্যর হামসকল। বলি অভিনেত্রী স্নেহা উল্লালের নতুন ছবিতে ফের উত্তাল বলিউড। কনের সাজে স্নেহাকে দেখে ফের ঐশ্বর্যর জেরক্স কপি বলে মন্তব্য করেছেন নেটিজেনরা। তবে ঐশ্বর্যর সঙ্গে নিজের তুলনায় মোটেই খুশি নন অভিনেত্রী, বরং কেন তার এই অবস্থান বলিউডে তাও ফাঁস করলেন নিজেই।
| Published : May 30 2021, 09:56 AM IST
- FB
- TW
- Linkdin
পৃথিবীর সবচেয়ে সুন্দরী মহিলাদের মধ্যে অন্যতম ঐশ্বর্য রাই বচ্চন। এবং ভারতীয় চলচ্চিত্রের সফল অভিনেত্রীদের মধ্যেও একজন। তার হামসকলদের নিয়েও উত্তেজনা বলিউডে।
তবে বলিউড অভিনেত্রী স্নেহা উল্লালকেও ঐশ্বর্যর সঙ্গে তুলনা করা হয়। স্নেহা উল্লালের নতুন ছবিতে ফের উত্তাল বলিউড।
কনের সাজে স্নেহাকে দেখে ফের ঐশ্বর্যর জেরক্স কপি বলে মন্তব্য করেছেন নেটিজেনরা। তবে ঐশ্বর্যর সঙ্গে নিজের তুলনায় মোটেই খুশি নন অভিনেত্রী, বরং কেন তার এই অবস্থান বলিউডে তাও ফাঁস করলেন নিজেই।
হুবহু যেন ঐশ্বর্য রাই বচ্চন। ছবি দেখে বোঝা দায় কে আসল আর কে নকল। মুহূর্তে নজর কেড়েছে ঐশ্বর্যর হামসকল।
স্নেহার এই ছবি প্রকাশ্যে আসা মাত্রই কমেন্টে ভরে গিয়েছে সোশ্যাল মিডিয়ার পাতা। একজন লিখেছেন দেখে তো মনে হল 'হুবহু ঐশ্বর্য'। আবার কেউ লিখেছেন 'ঐশ্বর্য রাইয়ের জেরক্স কপি'।
তবে কেরিয়ারের শুরু থেকেই ঐশ্বর্যর সঙ্গে তুলনাতে নারাজ অভিনেত্রী। কেরিয়ারের শুরু থেকে এখনও পর্যন্ত ঐশ্বর্যকে নিয়ে তাকে নানা মন্তব্য শুনতে হয়েছে।
সাক্ষাৎকারে স্নেহা জানিয়েছিলেন, তিনি ঐশ্বর্যর বড় ভক্ত হলেও তাকে নিয়ে ঐশ্বর্যর সঙ্গে তুলনাতে মোটেই খুশি নন অভিনেত্রী।
স্নেহা জানিয়েছেন, তিনি নিজস্ব স্বতন্ত্রতা রাখতে চান। নিজের কাজ, সাফল্যের জন্যই তিনি স্বীকৃত হতে চান।
তবে ঐশ্বর্যর সঙ্গে তার তুলনা হওয়ার একমাত্র কারণ নাকি ঐশ্বর্যর প্রাক্তন সলমন খান।
স্নেহার মতে, 'লাকি'র মাধ্যমে বলিউডে ডেবিউ না করলে এমন হতো না। ঐশ্বর্যর সঙ্গে তুলনা হয়েছিল শুধুমাত্র সলমনের কারণে।