দাবাং স্টাইলে বাইক চালাচ্ছেন সোনাক্ষি, বুলেটের গতিতে ভাইরাল ছবি
মুম্বইয়ের ব্যস্ত রাস্তা। আর তার মধ্যে দুরন্ত গতিতে বুলেট নিয়ে ছুটছে সোনাক্ষি। কিন্তু কেন? নিয়ম মেনে মাথায় হেলমেট, চোখে সানগ্লাস, কালো রঙের ট্র্যারপ্যান্টে অভিনেত্রীকে দেখে চেনা দায়। লাল রঙের বাইকে সোনাক্ষির এই ছবি ঠিক বুলেটের গতিতে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। কিন্তু কেন তিনি এই ব্যস্ত রাস্তার মধ্যে বুলেট নিয়ে নেমে পড়লেন এই প্রশ্নই এখন সকলের মুখে মুখে। বুলেট চালিয়ে সকলের দৃষ্টি আকর্ষণ করেছেন অভিনেত্রী। দেখে নিন রকস্টার স্টাইলের সোনাক্ষির ছবিগুলি।
110

মুম্বইয়ের ব্যস্ত রাস্তায় লাল বুলেটে পুরো রকস্টার লুকে ধরা দিয়েছেন অভিনেত্রী।
210
মুহূর্তের মধ্যে দাবাং স্টাইলে সোনাক্ষির গাড়ি চালানো ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়।
310
মুম্বইয়ের ব্যস্ত রাস্তায় সোনাক্ষিকে এমনভাবে দেখতে পেয়ে তার ভক্তরা ভীষণভাবে উচ্ছ্বসিত।
410
সম্প্রতি করিনা কাপুরের রেডিও শো 'হোয়াট উইমেন ওয়ান্টস'-এর সেটে এসেছিলেন সোনাক্ষি সিনহা।
510
করিনা কাপুরের সঙ্গে রেডিও শো-তে এসে পোজ দিয়েছেন অভিনেত্রী।
610
করিনার এই শো-তেই লাল রঙের রয়্যাল এনফিল্ড চালিয়ে সেই শো-তে পৌঁছেছেন অভিনেত্রী।
710
সম্প্রতি করিনা কাপুরের রেডিও শো 'হোয়াট উইমেন ওয়ান্টস'-এর সেটে এসেছিলেন সোনাক্ষি সিনহা। আর এই সেটে পৌঁছানোর জন্য তিনি একটু হটকে পদ্ধতি অবলম্বন করেছিলেন।
810
ভক্তরা ইনস্টাগ্রামে সোনাক্ষিকে দাবাং গার্ল, বুলেট রানি বলে ডেকেছেন।
910
সোনাক্ষি একা নয়, অভিনেত্রীর সঙ্গে ছিলেন তার দেহরক্ষীরাও । সকাল বেলা চেনা নায়িকাকে এই অবতারে দেখে হতবাক সকলে।
1010
সোনাক্ষির এই বুলেট চালানো দেখে অনেকেই তাকে ট্রোল করেছেন তেমনি অনেকেই আবার তাকে কুর্নিশ জানিয়েছেন।
Latest Videos