- Home
- Entertainment
- Bollywood
- 'আপনজনের মৃত্যুর চেয়ে বিয়ে বেশি গুরুত্বপূর্ণ', শ্রীদেবীর মৃত্যুর পর নিমেষে বিয়ে সেরে কটাক্ষের মুখে সোনম
'আপনজনের মৃত্যুর চেয়ে বিয়ে বেশি গুরুত্বপূর্ণ', শ্রীদেবীর মৃত্যুর পর নিমেষে বিয়ে সেরে কটাক্ষের মুখে সোনম
- FB
- TW
- Linkdin
এই শোকের রেশ কাটতে না কাটতেই সোনম কাপুরের বিয়ের খবর ছড়াতে থাকে বলিউডে। প্রথম যদিও খবরটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিল কাপুর পরিবার।
তবে পাপারাৎজির খোঁজ খবরে অবশেষে বেরিয়ে আসে বিয়ের যাবতীয় তথ্য। আর তাতেই কটাক্ষের শিকার হল কাপুর পরিবার। দেশবাসী, সাইবারবাসীর নিন্দার ভাগিদার হন তাঁরা।
কেন শ্রীদেবীর মৃত্যুর তিন মাস কাটতে না কাটতেই বিয়ের পিঁড়িতে বসলেন অভিনেত্রী। বিয়ের করার এত তাড়া কীসের। শ্রীদেবীর মৃত্যুর পর এক বছর অপেক্ষা করা যাচ্ছিল না।
সোনম কাপুর মানেই বিতর্কের অন্ত নেই। এবারে তার অন্যথা ঘটেনি। বিয়ের প্রতিটি অনুষ্ঠানের ভাইরাল হওয়ার ছবি, ভিডিওতে একই মন্তব্য সাইবারবাসীর।
আনন্দ আহুজার সঙ্গে সোনমের দীর্ঘদিনের সম্পর্ক থেকেই বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হন তাঁরা। ট্রোলিং, ব্যাশিংয়ের পাশাপাশি চলছিল কাপুর পরিবারের প্রত্যেক সদস্যের মানবিকতার বিবরণ।
শ্রীদেবী পরিবারের একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ মানুষ ছিলেন। তাঁর মৃত্যুর শোক কি কারও নেই। সোনম এমন হাসতে হাসতে বিয়ে করলেন কীকরে।
মানবিকতার প্রশ্ন ওঠে শ্রীদেবীর দুই মেয়েকে নিয়েও। জাহ্নবী এবং খুশিকে বেশ সেজেগুজেই আসতে দেখা গিয়েছে সোনমের বিয়েতে। পাপারাৎজির সামনে দাঁড়িয়ে পোজ দিয়ে ছবি তোলেন তাঁরা।
নেটবাসী সেই সময় কটাক্ষ করে বলে, "বাড়ির কোনও পোষ্য মারা গেলেও আমরা সেই দুঃখ ভুলতে পারি না সহজে। আর এদের দেখ, সেজে গুজে পাপারাৎজির সামনে পোজও দিচ্ছে।"
একাংশ সাইবারবাসী এও দাবি করেছিল, সোনম সম্ভবত আনন্দের সন্তানের মা হতে চলেছেন। তাই শ্রীদেবীর মৃত্যুর পর পরই বিয়ে সেরে ফেলেছেন।
সোনম সহ গোটা কাপুর পরিবারের কাছে এই ট্রোলিং কিংবা ব্যআশিং কোনওকিছুই তেমন গুরুত্ব রাখে না। নিজেদের পরিবারের অনুষ্ঠানে স্বাভাবিকভাবেই উপস্থিত হন তাঁরা।