- Home
- Entertainment
- Bollywood
- মোটা টাকা নিয়ে কথা রাখলেন না সানি, বাধ্য হয়ে পুলিশের দরজায় হাজির ব্যক্তি, ঠিক কী ঘটেছিল
মোটা টাকা নিয়ে কথা রাখলেন না সানি, বাধ্য হয়ে পুলিশের দরজায় হাজির ব্যক্তি, ঠিক কী ঘটেছিল
- FB
- TW
- Linkdin
সম্প্রতি কচিতে ছুটি কাটাতে গিয়েছিলেন সানি লিওন। সেখানে কি নয়া বিপাকে পড়তে হয় বলিউডের হট বিভাকে।
ট্রিপে গেলেও যথাসময়ে হাজির দেননি সানি। অথচ সেই মর্মে নিয়েছিলেন মোটা টাকা। কথার খিলাফ হতেই পুলিশের দ্বারস্থ ব্যক্তি।
ঠিক কী ঘটেছিল, কচিতে পরপর দুটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল সানির। এইজন্য নিয়েছিলেন 29 লক্ষ টাকা।
কিন্তু যথাসময়ে সানি অনুষ্ঠানে হাজির হননি। তাতে কি রীতিমতো মেজাজ হারায় আয়োজকেরা।
সরাসরি পুলিশের দ্বারস্থ হন তারা। জানেন সানি লিওন কথা রাখেনি, তড়িঘড়ি তদন্তে নামে পুলিশ।
তবে ঘনিষ্ঠ সূত্রে খবর আসে উল্টো। সানি 29 লক্ষ নয় 12 লক্ষ টাকা নিয়েছিলেন। শুধু তাই নয় বারবার পাল্টাচ্ছিল সিডিউল।
মোট পাঁচবার ক্যানসেল হয়েছে এই অনুষ্ঠানে। যার ফলে সানির পক্ষে ডেট ফিক্স করা সম্ভব হয়নি।
মোট পাঁচবার ক্যানসেল হয়েছে এই অনুষ্ঠানে। যার ফলে সানির পক্ষে ডেট ফিক্স করা সম্ভব হয়নি।
এই নিয়ে বর্তমানে পুলিশি জেরার মুখে সানি। যদিও প্রকাশ্যে কোনো রকম মন্তব্য করতে নারাজ অভিনেত্রী। তবে বলিউডে এমন ঘটনা নতুন নয়।
সামনেই বাংলায় বিধানসভা ভোটের দিনক্ষণ ঘোষণা, ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে ভোট নিয়ে রাজনেতিক দলগুলির প্রচার, তাই ভোটের সব খবর পেতে অবশ্যই ক্লিক করুন এশিয়ানেট নিউজ বাংলা।