- Home
- Entertainment
- Bollywood
- দিদির সঙ্গে বচসার পরই হাসপাতালে ভর্তি করতে হয় সুশান্তকে, বিস্ফোরক এবার প্রাক্তন ম্যানেজার
দিদির সঙ্গে বচসার পরই হাসপাতালে ভর্তি করতে হয় সুশান্তকে, বিস্ফোরক এবার প্রাক্তন ম্যানেজার
- FB
- TW
- Linkdin
সুশান্ত সিং রাজপুতের কেসে এবার একাধিক মোড় নিয়ে হাজির হলেন তাঁর প্রাক্তন ম্যানেজার শ্রুতি মোদী। তাঁর উকিল এবার সামনে আনলেন শ্রুতির বয়ান।
শ্রুতির কথায় এখনও চলছে তদন্ত। এরই মাঝে রিয়াকে দোষী সাজানো নয়। গাঁজা নিয়েও মন্তব্য. করেন তিনি।
তাঁর উকিল সাফ জানিয়ে দিলেন সুশান্ত রিয়ার সঙ্গে পরিচয়ের আগে থেকেই গাঁজার নেশা করতেন।
তাঁর কথায় সুশান্তের ড্রাইভার তাঁর জন্য এই গাঁজা এনে দিলেন ও তা বানিয়ে রোলও করে দিতেন। যেই খবর আগেই সামনে এসেছিল।
শ্রুতির উকিলের দাবী এটা হতে পারেন না যে পরিবারের কেউ জানতই না শুশান্তের এই অভ্যাসের কথা। সুশান্তের বাড়িতেই থাকতেন বেশকিছু বন্ধু।
পরিবারের অনুপস্থিতিতে সেখানে একাধিক পার্টিও হত। এমন কী এই পার্টিতে বেশ কয়েকবার যোগ দিয়েছিলেন তাঁর দিদিও।
শ্রুতির উকিলের কথায় একটি হোয়াস্টঅ্যাপ গ্রুপ ছিল, যেখানে রিয়া ও সুশান্ত দুজনেই ছিলেন। সেই গ্রপের সদস্য অথচ ড্রাগ নেন না এটা হতে পারে না। ফলে সুশান্ত আগে থেকেই গাঁজা নিতেন।
এমন কী তিনি আরও জানান, শেষ কয়েকটি পার্টিতে রীতিমত ড্রাগ নিয়ে আসা হয়েছিল, যেখানে সুশান্তের দিদিও উপস্থিত ছিলেন।
এখানেই শেষ নয়, তিনি আরও এক চাঞ্চল্যকর তথ্য সামনে নিয়ে আসেন। তাঁর কথায় সুশান্তের দিদিদের সঙ্গে অশান্তির জেরে একবার সুশান্ত হাসপাতালে ভর্তি হতে হয়েছিল।
জানুয়ারী মাসে তিন দিদি একই সঙ্গে সুশান্তের কাছে এসেছিল। তখন একটি শ্যুট নিয়ে বেশ কিছুদিন ধরে হতাশাতে ভুগছিলেন সুশান্ত।
এরপরই ২৭ নভেম্বর বিবাদ বাধে সুশান্তের তিন দিদিদের সঙ্গে। ২৮ নভেম্বর তিন দিদিই সুশান্তের ফ্ল্যাট ছেড়ে ললিতে গিয়ে ওঠে।
সেইদিনই গুরুতর অসুস্থ হয়ে পড়েন সুশান্ত সিং রাজপুত। তাঁকে খারের এক বেসরকারি হাসপাতালে ভর্তিও করা হয়। এমনটাই দাবি করেন এবার শ্রুতি মোদীর উকিল।