- Home
- Entertainment
- Bollywood
- 'সুশান্ত ভালো নেই, বাবা হিসেবে তোমার সঙ্গে কথা বলাটা জরুরী', রিয়াকে পাঠানো ম্যাসেজ ভাইরাল
'সুশান্ত ভালো নেই, বাবা হিসেবে তোমার সঙ্গে কথা বলাটা জরুরী', রিয়াকে পাঠানো ম্যাসেজ ভাইরাল
- FB
- TW
- Linkdin
২০১৯ এর এপ্রিল মাস থেকেই সুশান্তের জীবনের সঙ্গে জড়িয়ে গিয়েছিল রিয়া চক্রবর্তীর নাম। একই সঙ্গে থাকতেন তাঁরা।
সুশান্তের পরিবারের সদস্যরা তা জানতেন। তবে ক্রমেই সুশান্তের অবস্থা খারাপের দিকে যাচ্ছে, আঁচ পেয়েছিলেন সুশান্তের বাবা।
একদিন ফোনে সুশান্তের সঙ্গে কথা হয়েছিল তাঁর। তখনই সুশান্ত জানিয়েছিলেন তিনি ভালো নেই। তড়িঘড়ি রিয়াকে ফোন করে সবটা জানতে চেয়েছিলেন সুশান্তের বাবা।
ফোন ধরেননি রিয়া। বাধ্য হয়েই নিজের পরিচয় দিয়ে হোয়াটসঅ্যাপে ম্যাসেজ করেন কেকে সিং। সেই ম্যাসেজই এবার নেট দুনিয়াতে হয়ে উঠল ভাইরাল।
এই ম্যাসেজেই রিয়ার উদ্দেশে সুশান্তের বাবা জানিয়েছেন, যে তুমি জেনে গিয়েছ আমি সুশান্তের বাবা, তাহলে কেন ফোন ধরলে না।
সুশান্ত ফোনে জানিয়েছে সে ভালো নেই, রিয়াই একমাত্র তাঁর পাশে রয়েছে ও যত্ন করছে, তাই পরিবারের সঙ্গে তাঁর যোগাযোগ করাটা প্রয়োজন।
সুশান্ত ফোনে জানিয়েছে সে ভালো নেই, রিয়াই একমাত্র তাঁর পাশে রয়েছে ও যত্ন করছে, তাই পরিবারের সঙ্গে তাঁর যোগাযোগ করাটা প্রয়োজন।
সুশান্তের কি পরিস্থিতি, তার খোঁজ নিতেই ফোন করা হলেও লেখা রয়েছে এই বার্তাতে। কিন্তু উত্তর না মেলায় তিনি লিখেছিলেন প্লেনের টিকিট পাঠাতে, তিনি যেতে চান সুশান্তের কাছে। ২০১৯ নভেম্বরের কথোপকথন এটি।