বলিউডের সেরা দশ নারী কেন্দ্রিক ছবি, যা ঝড় তুলেছিল দর্শক মহলে
বর্তমানে চেনা চমীকরণ পাল্টে গিয়েছে বলিউডে। একের পর এক ছবিতে এখন কেবলই হিরোর দাপট, এমন পন্থায় বিশ্বাসী নয় দর্শকেরা। ফলে অভিনেত্রীরাও নিজের জায়গায় দাঁড়িয়ে নিজের নয়া পরিচিতি খুঁজে পেতে পা বাড়ালেন নতুন পথে। নায়ক বিহীন ছবি। যেখানে নায়িকাই নায়ক। এমনই উল্লেখযোগ্য দশ ছবির রইল খোঁজ।
| Published : Mar 06 2020, 04:05 PM IST
বলিউডের সেরা দশ নারী কেন্দ্রিক ছবি, যা ঝড় তুলেছিল দর্শক মহলে
Share this Photo Gallery
- FB
- TW
- Linkdin
110
মাদার ইন্ডিয়া ছবিটি মুক্তি পেয়েছিল ১৯৫৭ সালে। তখনকার দিনে নারী কেন্দ্রিক চরিত্রের ছবি যা আজও ইতিহাস।
210
২০২০-র জানুয়ারিতে মুক্তি পেয়েছিল এই ছবি। মেয়েদের ওপর অ্যাসিড আক্রমণের বাস্তব চিত্র ফুঁটে উঠে ছিল এই ছবিতে।
310
মির্চ মশালা ছবিটি মেয়েদের অধিকারের কথা বলেছিল। ১৯৮৭ সালে দাঁড়িয়ে এই ছবি সাড়া ফেলেছিল দর্শক মহলে।
410
মাধুরী দীক্ষিত অভিনীত ছবি গুলাব গ্যাং অন্যতম নারী কেন্দ্রিক ছবি। যা সকলের নজর কেড়েছিল।
510
কাহানি ছবি প্রথম থেকেই ছিল খবরের শিরোনামে। এই ছবিতে অনবদ্য অভিনয় করে নজর কেড়েছিলেন বিদ্যা বালান।
610
নো ওয়ান কিল্ড জেসিকা ছবিটি মুক্তি পেয়েছিল ২০১১ সালে। এই ছবিও বক্স অফিসে ভালো সাফল্য লাভ করেছিল।
710
মর্দানি ছবি ও তার সিক্যুয়েলে অনবদ্য অভিনয় করে নজর কেড়েছিলেন রানি মুখোপাধ্যায়। দর্শক মহলে ঝড় তুলেছিল এই ছবি।
810
দ্য ডার্টি পিকচার ছবিটি মুক্তি পেয়েছিল ২০১১ সালে। এই ছবি বিদ্যা বালানের কেরিয়ারে অন্যতম ছাপ।
910
মনিকর্ণিকা ছবিতে কঙ্গনা রানওয়াত এক ভিন্ন ছাপ ফেলেছিল। ছবিতে পরিচালনার দায়িত্বেও ছিলেন তিনি।
1010
চাদনি বার ছবিটি অন্যতম নারী কেন্দ্রিক ছবি। পতিতাদের জীবনের এক অজানা রূপরেখাই টেনেছিল এই ছবি।