- Home
- Entertainment
- Bollywood
- Urfi Javed : 'ব্রা'-র চারপাশ দিয়ে বেরিয়ে স্তনের একাংশ, মাকড়সার জাল গায়ে চাপিয়ে ট্রোলড উরফি
Urfi Javed : 'ব্রা'-র চারপাশ দিয়ে বেরিয়ে স্তনের একাংশ, মাকড়সার জাল গায়ে চাপিয়ে ট্রোলড উরফি
- FB
- TW
- Linkdin
পোশাক বিতর্ক এবং উরফি জাভেদ এটা যেন বলিউডের সমার্থক শব্দ। বিতর্কে থাকার জন্য যেন মুখিয়ে থাকেন বিগবস ওটিটি-র প্রতিযোগী। পোশাকে নিয়ে এক্সপেরিমেন্ট করতে গিয়েই ট্রোলের শিকার হলেও এটাই বেশি পছন্দ উরফির (Urfi Javed)।
ফের ছেড়াফাটা পোশাক পরে ইন্টারনেটে আগুন জ্বালালেন উরফি জাভেদ। কখনও ব্রা কিংবা কখনও আন্ডারওয়্যার না পরেই ক্যামেরায় হট পোজ দেন উরফি জাভেদ। এবারও তেমনটাই কান্ড ঘটালেন উরফি জাভেদ (Urfi Javed)।
উরফি জাভেদের ফ্যাশন সেন্স নিয়ে চর্চা হওয়াটা নিত্য নতুন কোনও ঘটনা নয়। বরং পোশাকের কারণেই বারেবারে শিরোনামে উঠে আসছেন উরফি জাভেদ (Urfi Javed)। তার কাটাছেড়া পোশাক, শরীরী উষ্ণতা জমিয়ে উপভোগ করছেন ভক্তরা।
এবার নীল রঙের বিকিনি টপ আর শর্ট স্কার্টে আগুন ধরালেন উরফি জাভেদ (Urfi Javed) । তবে বিকিনির উপরে ছেড়াফাটা একটা পোশাকে গায়ে জড়াতেই ধেয়ে এসেছে নোংরা মন্তব্য।
বিকিনির চারপাশ দিয়ে বেরিয়ে রয়েছেন স্তনের একাংশ। তার উপর মাকড়সার জাল চাপিয়ে নিয়ে বেশ খোশমেজাজে পাপারাৎজির ক্যামেরায় হট পোজ দিতে ব্যস্ত উরফি জাভেদ (Urfi Javed) ।
উরফির (Urfi Javed) এই উদ্ভট সাজগোজ দেখে হতবাক হয়েছে নেটিজেনরা। একের পর একে নোংরা মন্তব্যে ভরে গিয়েছে সোশ্যাল মিডিয়ার পাতা। একজন নেটিজেন লিখেছেন, 'ওর জামা কি ইদুঁরে খেয়ে নিয়েছে'। কেউ আবার লিখেছে, 'ওর উপর কেউ বোম মেরেছে নাকি'। আবার কেউ চরম ট্রোলড করে লিখেছেন, 'ওর পিছনে বোধহয় কুকুর দৌঁড়েছিল'।
যদিও এটা নতুন কিছু নয়। সাহসী খোলামেলা পোশাকে সর্বদাই নেটপাড়ায় উত্তেজনা ধরে রাখছেন উরফি জাভেদ (Urfi Javed)। তার প্রতি পাপারাৎজির এই অ্যাটেনশনকেই তাড়িয়ে উপভোগ করছেন উরফি জাভেদ।
নিজেকে ঢেকে রাখতে নারাজ উরফি জাভেদ, তা যেন বারবার প্রমাণ করে দিচ্ছেন উরফি (Urfi Javed) । শরীরী উষ্ণতায় পারদ চড়িয়ে শিরোনামে থাকতে সিদ্ধহস্ত উরফি এখন নেটদুনিয়ায় হট সেনসেশন।
শীতের পারদ চড়তেই উষ্ণতার পারদ চড়ালেন উরফি জাভেদ। নিজেকে নিয়ে এক্সপেরিমেন্ট করেই চলেছেন উরফি (Urfi Javed )। অতিরিক্ত ছেড়াফাটা পোশাক পরেই জনসমক্ষে হাজির হয়েছেন উরফি জাভেদ।যদিও নিত্যদিনের ট্রোলিংকে যে মোটেই পাত্তা দেন না উরফি এবং সাহসী পোশাকে দিনের পর দিন যেভাবে নিজেকে মেলে ধরছেন উরফি তা সেলিব্রিটিদের থেকে কম কিছু নয়।