কখন আলিয়ার মনে হয় রণবীরই তার জন্য পার্ফেক্ট, রহস্য ফাঁস করলেন মহেশ কন্যা
আলিয়া ভাট ও রণবীর কাপুর একে অন্যের সঙ্গে সম্পর্কে থেকে যেভাবে সকলকে তাক লাগাচ্ছেন, তাতে অনেকেই হয়তো অবাক। একের পর এক সম্পর্কে ব্রেকআপ যখন রণবীর কাপুরকে খবরের শিরোনামে এনেছিল, ঠিক তখনই আলিয়ার মনে বসন্তের রঙ লাগিয়েছিলেন রণবীর, কীভাবে!

মহেশ ভাটের কথায়, রণবীর কাপুর হলেন লেডিস ম্যান, যাঁর জীবনে নিত্য প্রেমের আনাগোনা, সেই সুপারস্টারের প্রেমেই হাবুডুবু খাচ্ছেন আলিয়া।
রীতিমত লিভইনের সম্পর্কে রয়েছেন তাঁরা। বিগত দুবছর ধরে জলছে বিয়ে নিয়ে নানা জল্পনা। কবে সাতপাকে বাঁধা পড়বেন তারা। প্রশ্ন একটাই।
তবে রণবীরই কেন, কেরিয়ার শুরুর পর বরুণ ধাওয়ান থেকে শুরু করে সিদ্ধার্থ মালহোত্রা, একাধিক তারকার সঙ্গে নাম জড়িয়েছিল আলিয়ার।
তবে তিনি প্রথম একবার সাক্ষাতেই সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন যে তিনি রণবীরকেই মন দেবেন।
সম্প্রতি এক সাক্ষাৎকারে এই নিয়ে মুখ খুলে আলিয়া বলেন, রণবীরের মত মানুষ হয় না। কেউ এত নম্র কি করে হতে পারে।
প্রথম দেখাতেই তাঁর মনে হয়েছিল, তিনি নিজে যদি এমন হতে পারতেন! সেখান থেকেই ভালোবাসা শুরু।
আলিয়া স্থির করেছিলেন, রণবীরের থেকে ভালো লাইফ পার্টনার আর পাবেন না তিনি। শুরু হয় প্রেমপর্ব।
আলিয়ার কথায় বর্তমানে তিনি স্বর্গের সুখ ভোগ করছেন, দুজনেই কাজ নিয়ে ব্যস্ত, পরিবার সঙ্গে সময় কাটানো ও নিজেদের মধ্যে বন্ডিং।
বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।