- Home
- Entertainment
- Bollywood
- শ্যামবর্ণ থেকে রাতারাতি ফর্সা, গায়ের রঙ হঠাৎই বদল, ফর্সা হতে স্কিন লাইটনিংয়ের সাহায্য নেন কাজলের
শ্যামবর্ণ থেকে রাতারাতি ফর্সা, গায়ের রঙ হঠাৎই বদল, ফর্সা হতে স্কিন লাইটনিংয়ের সাহায্য নেন কাজলের
- FB
- TW
- Linkdin
বিনোদন জগতের তারকা মানেই সর্বক্ষণ তাঁর জীবন, রূপ এবং কেরিয়ার নিয়ে চুলচেরা বিশ্লেষণ। চলতে থাকে নানা কথা, ছুটে আসে বিভিন্ন বক্তব্য। এর হাত থেকে মুক্তি নেই কোনও তারকার।
তার মধ্যে কাজলের মত সুপারস্টার হলে তো তাঁর জীবনের খুঁটিনাটি নিয়ে হাতছাড়া করার সুযোগই নেই। পাঁচ বছর আগে তাঁকে দিলওয়ালের ট্রেলারে দেখে এক ঝলকে চিনতেই পারেনি দর্শকমহল।
প্রথমদিকে সকলের অভিযোগ ছিল, ছবির ট্রেলারের এডিটিং কোনও সমস্যা রয়ে গিয়েছে। যার জেরে কাজলকে অস্বাভাবিক ফর্সা দেখাচ্ছে। রোহিত শোট্টি পরিচালিত এই ছবির এডিটিং টিমের বিরুদ্ধেও কটাক্ষে তির ছুটে আসে।
নেটিজেনের প্রশ্ন ছিল, কেন কোনও শ্যামবর্ণা অভিনেত্রীকে এমন ফর্সা দেখানো হবে। তিনি শ্যামবর্ণা এবং সেই গায়ের রঙ রেখেই ছবির এডিটিং করা উচিত ছিল।
বিতর্কটি এখানেই থেমে যায়। ফের বিতর্ক শুরু হয় এক সাংবাদিক বৈঠকে। ছবির প্রচার চলাকালীন শাহরুখ খান, বরুণ ধাওয়ান, কৃতি স্যাননের সঙ্গে উপস্থিত ছিলেন কাজলও।
সেখানে তাঁকে দেখে সকলে নিশ্চিত হলেন, কাজলের গায়ের রঙের পিছনে ছবির এডিটিংয়ের টিম দায়ী নয়। দায়ী তিনি নিজেই। সাইবারবাসীরা দাবি করতে থাকে, মেলানিন ট্রিটমেন্ট করিয়েছেন কাজল।
যাকে বলা হয় স্কিন লাইটনিং। ফর্সা হওয়ার জন্য এই ধরণের লেজর ট্রিটমেন্টের মধ্যে দিয়ে যান অভিনেতা অভিনেত্রী সহ একাধিক সাধারণ মানুষও। ভারতে এর চাহিদা মারাত্মক।
নেটিজেনের এই দাবিতে যদিও কাজল কোনও মন্তব্য করেননি। তবে তাঁর এই নতুন রূপে ক্ষুব্ধ হয় ভক্তরা। হতাশ হয়ে মন্তব্য করে, "আপনার সৌন্দর্য আপনার সেই রঙেই ছিল। কেন বাকি অভিনেত্রীদের মত সার্জারির এবং এই চিকিৎসার সাহায্য নিতে গেলেন।"
নেটিজেনের এই দাবিতে যদিও কাজল কোনও মন্তব্য করেননি। তবে তাঁর এই নতুন রূপে ক্ষুব্ধ হয় ভক্তরা। হতাশ হয়ে মন্তব্য করে, "আপনার সৌন্দর্য আপনার সেই রঙেই ছিল। কেন বাকি অভিনেত্রীদের মত সার্জারির এবং এই চিকিৎসার সাহায্য নিতে গেলেন।"
অভিনেত্রীদের প্লাস্টিক সার্জারি মানেই সংবাদ শিরোনামে উঠে আসা প্রসঙ্গে। এই প্রসঙ্গ কখনই কারও চোখের আরাল হয় না। সারাক্ষণ লাইমলাইটে থাকা অভিনেতা অভিনেত্রীদের মধ্যে ন্যূনতম পার্থক্য চোখে পড়ে সকলের।