- Home
- Entertainment
- Bollywood
- শাশুড়ি মায়ের সঙ্গে কেমন সম্পর্ক কাজলের, 'Crime Partner'-কে নিয়ে সিক্রেট ফাঁস বং ডিভার
শাশুড়ি মায়ের সঙ্গে কেমন সম্পর্ক কাজলের, 'Crime Partner'-কে নিয়ে সিক্রেট ফাঁস বং ডিভার
- FB
- TW
- Linkdin
কেটে গিয়েছে দীর্ঘ ২২ বছর। অজয় দেবগণকে বিয়ে করে চুটিয়ে সংসারও করছেন বলিউড ডিভা কাজল।
১৯৯৯ সালে বাড়ির মত না থাকা সত্ত্বেও ২৪ বছর বয়সে গাটছড়া বাঁধেন বলিউডের এই জুটি।
অজয় যতটা শান্ত প্রকৃতির, ঠিক ততটাই কথা বলতে ভালবাসেন কাজল। বিয়ের পর যখন কাজল শ্বশুরবাড়িতে এসেছিলেন তখন শাশুড়ির সঙ্গে তাল মিলিয়ে চলতে বেশ কিছু অসুবিধায় পড়েছিলেন অভিনেত্রী।
কাজল একটি সাক্ষাৎকারে শ্বশুরবাড়ির প্রথম অভিজ্ঞতার কথা জানিয়েছিলেন, তিনি জানিয়েছিলেন বিয়ের পর বেশ কিছু সমস্যায় পড়েছিলেন। কারণ তার এবং শাশুড়ির স্বভাব পুরোটাই ছিল আলাদা।
এমনকী বিয়ের পর কাজল শাশুড়িকে মা বলেও ডাকেন নি। যদিও এই নিয়েও কোনও আপত্তি জানাননি শাশুড়ি। তারপর থেকে ধীরে ধীরে তাদের সম্পর্কেরও উন্নতি হয়।
সম্প্রতি শাশুড়ি মায়ের জন্মদিনে দুজনের একসঙ্গে একটি ছবি পোস্ট করে কাজল লেখেন, শুভ জন্মদিন গত ২২ বছর ধরে আমার সব অপরাধের সমান ভাগীদার এই সদস্য। তোমার হাসি যেন কম না হয়।
নিজের ক্রাইম পার্টনার বলেও শাশুড়িকে উল্লেখ করেন কাজল। স্বামী অজয় দেবগনের প্রযোজনায় 'ত্রিভঙ্গ'-তে ওড়িশি নৃত্যশিল্পীর চরিত্রে অভিনয় করেছেন কাজল।
২০২০ সালে 'তানাজি' ছবিতেই অজয়ের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছিলেন কাজল।