'শরীরে সহ অভিনেতার সুড়সুড়ি', সপাটে থাপ্পড় কষিয়েছিলেন রাধিকা
- FB
- TW
- Linkdin
বি-টাউনের প্রথমসারির অভিনেত্রীর মধ্যে নিঃসন্দেহে বলা যায় রাধিকা আপ্তের নাম। ডি-গ্ল্যাম লুকের বাইরেও সাহসী অভিনেত্রী হিসেবেও যথেষ্ঠ নামডাক রয়েছে রাধিকার।
বরাবরই ভিন্ন ধরনের চরিত্র নিয়ে এক্সপেরিমেন্ট করতে ভালবাসেন। ডি-গ্ল্যাম লুকের বাইরে যে কোনও সাধারণ চরিত্র-সবেতেই সাবলীল এই তন্বী নায়িকা।
একের পর এক ছবিতে অভিনয় করে রীতিমতো দর্শকদের মন জয় করে নিয়েছেন তিনি।
বলিউডে সীমাবদ্ধ নেই তিনি। বলি গন্ডি পেরিয়ে আন্তর্জাতিক ময়দানেও রীতিমতো জনপ্রিয় মুখ তিনি। সিনেমার পাশাপাশি ওয়েব সিরিজেও মাতাচ্ছেন তিনি।
গত সপ্তাহেই মুক্তি পেয়েছে রাধিকার 'রাত আকেলি হ্যায়'। বলিউডের জনপ্রিয় অভিনেতা নওয়াজউদ্দিনের সঙ্গে তার অভিনয় নজর কেড়েছে দর্শকদের। নিজের চরিত্রের জন্য সমালোচক মহলেও তিনি প্রশংসিত হয়েছেন।
প্রতিবেদন সূত্রে জানা গেছে, এক তামিল অভিনেতা রাধিকার সঙ্গে শ্যুটিং সেটে খারাপ ব্যবহার করেছিল। বিপরীতে তাকে প্রকাশ্যেই চড় মেরেছিলেন রাধিকা।
নেহা ধুপিয়ার চ্যাট শো -তে এসেও রাধিকা জানিয়েছিলেন শরীরে সুড়সুড়ি দিয়েছিলেন তার সহ অভিনেতা। আর তখনই তার নিজের জায়গাটা বোঝাতেই কষিয়ে চড় লাগিয়েছিলেন তিনি।
একাধিক বোল্ড ছবিতেও ভরে গিয়েছে তার ইনস্টা প্রোফাইল।
একাধিক বোল্ড ছবিতেও ভরে গিয়েছে তার ইনস্টা প্রোফাইল।
কয়েকদিন আগেই ইন্টারনেটে ফাঁস হয়ে গিয়েছিল 'দ্য ওয়েডিং গেস্ট'-এ তার কিছুর ঘনিষ্ঠ মুহূর্তের ছবি। নিন্দুকেরা তাকে অনেকরকম তকমা দিলেও সব কিছু ঝেড়ে ফেলে তিনি নিজেতকে নিয়ে ব্যস্ত রয়েছেন।
ইতিমধ্যেই তার অভিনীত 'প্যাডম্যান' এবং 'অন্ধাধুন' ছবিটি জাতীয় পুরস্কার পেয়েছে। আপাতত 'রাত আকেলি হ্যায়' ছবিতে দেখা গেছে।